একটি চাকুরীর খোঁজে..

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২০ মার্চ, ২০১৪, ০১:০৮:৩০ রাত

একটি চাকুরীর খোঁজে ছুটছি..

ঢাকার পথের অলিতে গলিতে হাঁটছি দিনরাত..|

পরিচিতজনের কাছে অনুরোধ করছি অবিরত..|

ব্যাচেলর-বাসা খোঁজার ন্যায়,

TO-LET অন্বেষণের মত_

একটি চাকুরীর জন্য আমি ছুটছি শতদিক সন্তত|

দৈনিক-সাপ্তাহিক চাকুরীর কাগজ জোগারে ব্যস্ত আমি_

অন্যের অফিস কিংবা বাসায়|

কেউ ফেড-আপ হয়ে ফাজলামির নামে অপমান করে!

কারো কারো মুখে অন্ধকার নেমে আসে..

যখন যাই তার কাছে|

আমি বেদনার্ত হূদয়ে তাকিয়ে থাকি সুদূর.. মেঘাকাশে|

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195015
২০ মার্চ ২০১৪ রাত ০১:৫৩
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আপনার বয়স কতগো ভাই-
২০ মার্চ ২০১৪ সকাল ০৭:৪৩
145457
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : বয়স জেনে আর কি হবে ভাই|
২০ মার্চ ২০১৪ সকাল ০৮:০১
145458
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ছবি দেখে আইডিয়া করবেন না, তবে ভুল করবেন| কারণ_
ঐ ছবির আমি এখন আর নেই,
পাল্টে গেছি অনেকখানি|
195052
২০ মার্চ ২০১৪ সকাল ০৭:৪৯
২০ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৩
145574
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : চাকুরীর বাজারে আগুন!
সে আগুনে পুড়ছি আমি দ্বিগুন|
কারণ চাকুরী পেতে লাগবে আওয়ামিলীগী ব্যাগগ্রাউন্ড|
195092
২০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৫
হতভাগা লিখেছেন : C.V দিন । ব্লগারদের মধ্যে কেউ হয়তো উপকারে আসতে পারে আল্লাহ চাইলে ।
২০ মার্চ ২০১৪ সকাল ১০:২৩
145477
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ্যা ঠিক বলেছেন আপনি
লজ্জা করলে ত আর এগিয়ে যেতে পারবেন না,
এই ব্লগ হচ্ছে আমাদের পরিবার
এখানে অনেক এমন আছেন যেটা আপনি চাচ্ছেন
এখানে বিভিন্ন ধরনের মানুষের বসবাস এখানে না বলে কোথায় বলবেন?
195095
২০ মার্চ ২০১৪ সকাল ১০:২৫
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ্যা ঠিক বলেছেন হতভাগা ভাই।
লজ্জা করলে ত আর এগিয়ে যেতে পারবেন না,
এই ব্লগ হচ্ছে আমাদের পরিবার
এখানে অনেক এমন আছেন যেটা লেখক চাচ্ছেন
এখানে বিভিন্ন ধরনের মানুষের বসবাস এখানে না বলে কোথায় বলবেন?
195110
২০ মার্চ ২০১৪ সকাল ১১:০৩
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের দেশে প্রতিবছর লক্ষ লক্ষ তরুন-তরুনী পাশ করে চাকরীর জন্য বছরের পর বছর অপেক্ষা করে। কেউ বা পায় কেউবা চাকরী না পেয়ে বিদেশে চলে যায়.........
195119
২০ মার্চ ২০১৪ সকাল ১১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চকিরি নাই চাকরি নাই।
তার চেয়ে কিছু ব্যবসাপাতি ধরেন আর নাহলে চাষবাস। মনে রাখবেন সবচেয়ে বেশি রিজক চাষবাসে তারপর ব্যবসা তারপর চাকরি। কিন্তু আমাদের শিক্ষিত হওয়াকে চাকরিই একমাত্র উদ্দেশ্য মনে করা হয়।
195531
২১ মার্চ ২০১৪ রাত ১২:০৭
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : চাকুরীর জন্য লাখ লাখ টাকা আর মামু দরকার! কেউ কেউ সহজ পথের সন্ধান দেয়, কিন্তু আমি জানি, কিছু সহজ বিষয় বাস্তবায়ন করা যায়না সহজে|
195538
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩০
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : হতভাগা ভাইর পরামর্শ ভালোলাগলো| কিন্তু কে সেই পরোপকারী? কোথায় পাবো তাকে?
195592
২১ মার্চ ২০১৪ রাত ০৩:০৩
ভিশু লিখেছেন : মডু হতে চান?! Smug
-এ রিজিউম পাঠাতে পারেন! কিন্তু কোন্নো নিশ্চয়তা নাই... Worried Sad Day Dreaming
১০
196607
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:১২
মোঃজুলফিকার আলী লিখেছেন : আল্লাহর উপর ভরসা রেখে খুজুন নিশ্চয় আল্লাহ ফয়সালা করবেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File