একটি চাকুরীর খোঁজে..
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২০ মার্চ, ২০১৪, ০১:০৮:৩০ রাত
একটি চাকুরীর খোঁজে ছুটছি..
ঢাকার পথের অলিতে গলিতে হাঁটছি দিনরাত..|
পরিচিতজনের কাছে অনুরোধ করছি অবিরত..|
ব্যাচেলর-বাসা খোঁজার ন্যায়,
TO-LET অন্বেষণের মত_
একটি চাকুরীর জন্য আমি ছুটছি শতদিক সন্তত|
দৈনিক-সাপ্তাহিক চাকুরীর কাগজ জোগারে ব্যস্ত আমি_
অন্যের অফিস কিংবা বাসায়|
কেউ ফেড-আপ হয়ে ফাজলামির নামে অপমান করে!
কারো কারো মুখে অন্ধকার নেমে আসে..
যখন যাই তার কাছে|
আমি বেদনার্ত হূদয়ে তাকিয়ে থাকি সুদূর.. মেঘাকাশে|
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঐ ছবির আমি এখন আর নেই,
পাল্টে গেছি অনেকখানি|
সে আগুনে পুড়ছি আমি দ্বিগুন|
কারণ চাকুরী পেতে লাগবে আওয়ামিলীগী ব্যাগগ্রাউন্ড|
লজ্জা করলে ত আর এগিয়ে যেতে পারবেন না,
এই ব্লগ হচ্ছে আমাদের পরিবার
এখানে অনেক এমন আছেন যেটা আপনি চাচ্ছেন
এখানে বিভিন্ন ধরনের মানুষের বসবাস এখানে না বলে কোথায় বলবেন?
লজ্জা করলে ত আর এগিয়ে যেতে পারবেন না,
এই ব্লগ হচ্ছে আমাদের পরিবার
এখানে অনেক এমন আছেন যেটা লেখক চাচ্ছেন
এখানে বিভিন্ন ধরনের মানুষের বসবাস এখানে না বলে কোথায় বলবেন?
তার চেয়ে কিছু ব্যবসাপাতি ধরেন আর নাহলে চাষবাস। মনে রাখবেন সবচেয়ে বেশি রিজক চাষবাসে তারপর ব্যবসা তারপর চাকরি। কিন্তু আমাদের শিক্ষিত হওয়াকে চাকরিই একমাত্র উদ্দেশ্য মনে করা হয়।
-এ রিজিউম পাঠাতে পারেন! কিন্তু কোন্নো নিশ্চয়তা নাই...
মন্তব্য করতে লগইন করুন