কোন সাহসে চাও নিভাতে অগ্নিগিরি বলো, চোখ রাঙিয়ে যায় কি রোখা জোয়ার টলোমলো......
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২০ মার্চ, ২০১৪, ০১:২৬:১১ রাত
সাইমুম শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠান করেছিলেন কবি মতিউর রহমান মল্লিক। আমি ছেলেবেলা থেকেই কম্পন শিল্পীগোষ্ঠীর সাথে ছিলাম।
আমার জীবনে অনেক বেশী সময় কেটেছে তার গানগুলো নিয়ে.....বিশেষ করে আমাকে যেসব সঙ্গীত দোলা দেয়....
(১) দাও খোদা দাও হেথায় র্পূণ ইসলামী সমাজ, রাশেদার যুগ দাও ফিরিয়ে দাও কোরআনের রাজ...।
(২) আন্দোলন সে তো জীবনের অন্য নাম জীবন মানেই সংগ্রাম...
(৩) ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানরে দাবি হলো কিছু বিনিময়...
(৪) তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তা হলে তুমি কত সুন্দর......।
(৫) টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিকঠিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে....
তেনার গানে খুজে পাই আখেরাতের জীবনের র্সবাধিক গুরুত্ব।মহান প্রভুর উদ্দেশ্যে এবং দৃঢ়তার সঙ্গে গাওয়া গান গুলোর মধ্যে ......
(১) আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তাঁরই অনুভব.....
(২) পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদনি মুছে সকল রঙিন পরিচয়....
(৩) একজন মোজাহিদ কখনো বসে থাকে না, যতই আসুক বাধা , যতই আসুক বিপদ ভেঙ্গে পড়ে না...
(৪) ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান, বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম।
আঁধার আমার আলো দিয়ে,কানায় কানায় দাও ভরিয়ে....
অন্যতম একটা সঙ্গীত যা আমার ভেতরের সত্বাকে সাহস যোগায়....
কোন সাহসে চাও নিভাতে অগ্নিগিরি বলো,
চোখ রাঙিয়ে যায় কি রোখা জোয়ার টলোমলো....
আল্লাহ মল্লিক ভাইকে জান্নাতে দাখেল করুক।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন