কেনো কৃতজ্ঞতা জ্ঞাপণ করিনা ???

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৬ আগস্ট, ২০১৩, ০১:০৬:২৭ দুপুর



কত ভালো আছি আমি

বুঝবো কি করে?

তাকাই না নিচে,

দুঃস্থ দুখীদের ঘরে,

তাকাই বারেবারে উপরে...।

খোদার দেয়া আমানত,

অফুরন্ত নেয়ামত-

হাত-পা-মুখ

নাক-কান-চোখ

পেয়েছি তো সবই!

তবে এখনো কেনো করি

না পাওয়ার আফসোস???

কি পাইনি,

শুধু খুঁজছি তাই!

যা পেয়েছি

করেছি তার হক আদায়???

যারা পঙ্গু!

যাদের নেই মূল্যবান অঙ্গ!

তারাও তো সৃষ্টি খোদার।

কত কষ্টে কাটে তাদের জীবন!

তবুও তারা কৃতজ্ঞ!

তবে আমি কেনো

না পাওয়ার বেদোনায় কাতর!

পেয়েছি সব তবু কেনো

সান্ত্বনা খুঁজিনা!

কেনো কৃতজ্ঞতা জ্ঞাপণ করিনা

মহামহিম স্রষ্টার???

বিষয়: বিবিধ

১৭০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File