এখন আর কেউ শুনে না, শুনায়ও না
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ২৬ আগস্ট, ২০১৩, ১২:৫৮:৫৭ দুপুর
গল্প শুনবেন !!!
অনেকদিন হল কোনো গল্প শুনা হয় না আর কেউ বলেও না। আমিই একটা বলি।
সে অনেক দিন আগের কথা । তখনো ডিনামাইট আবিষ্কার হয় নাই। এক দেশে ছিল এক ব্রাহ্মণ । তার কোনো ছেলে পুলে ছিল না । এ জন্য তার সব সময় মন খারাপ থাকতো । একবার পড়ন্ত বিকালে খোলা মাঠে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে সন্তান ভিক্ষা চাইলেন । ঠিক তখনি এক চিল এক ইঁদুর ধরে নিয়ে যাচ্ছিল। চিলের মুখ থেকে ইঁদুর পড়লো প্রার্থনারত ব্রাহ্মণের দুহাতে । ব্রাহ্মণ ঈশ্বরের দেয়া এই বিশেষ উপহার পেয়ে ভীষণ খুশি হলেন । ইঁদুরকে তার মেয়ের মতই লালন পালন করলেন ।
অনেক বছর পার হয়ে গেল । এবার তো মেয়েকে বিয়ে দিতে হবে, আর পাত্র হতে হবে সেরা । চিন্তায় রাত্রে ঘুম হয় না ব্রাহ্মণের ।
একদিন সে গেল সূর্যের কাছে তার মেয়েকে বিয়ে দিবে। কারন ব্রাহ্মণ ভাবলো, সূর্য সবচেয়ে শক্তিশালি । কি তার প্রখরতা । আমার মেয়েকে সূর্য সুখেই রাখবে । তাই সূর্যকে মনের ইচ্ছা জানালো । কিন্তু সূর্য বলল- আমার চেয়েও আরো শক্তিশালী আছে । আমি তার কাছে পরাজিত । আর সে হোল মেঘ । আমাকে আড়াল করে দিলে আমি আর আলো দিতে পারি না । ব্রাহ্মণ আর তার সাথে এব্যাপারে কথা না বলে মন খারাপ করে বাড়ি ফিরল ।
পরদিন, সে গেলো মেঘের কাছে । সে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিলো । কিন্তু মেঘ বললো- আমি সূর্যকে আড়াল করতে পারলেও পাহাড় আমাকে ঠিকই বাধা দেয় । আমি তাকে নড়াতেও পারি না আর সামনেও যেতে পারিনা । ব্রাহ্মণ আর তার সাথে বিয়ের ব্যাপারে কোনো কথা বললো না।
এরপর সে গেলো পাহাড়ের কাছে বললো তার মেয়েকে বিয়ে করতে । পাহাড় বললো অন্য কথা । আমি মেঘ কে থামিয়ে দিতে পারি, বাতাসের গতি পথ ও । কিন্তু আমার চেয়েও আরও শক্তিশালী বীর আছে যে আমাকে কেটে , গর্ত করে , আমার দেহ ছিন্ন ভিন্ন করে ফেলে । ব্রাহ্মণ এবার বিপুল উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো কে ?? পাহাড় বললো- ইঁদুর । ব্রাহ্মণ খুশি হইলেন এরকম পাত্রের কথা শুনে।
অবশেষে এক ইঁদুরের সাথেই তার মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করা হইলো। পাক্ষিক কাল ধরে বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হল । খুব ধুমধামের মধ্যেই বিবাহ সম্পন্ন হইলো।
অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ........... (চলবে)
###ফেবু থেকে সংগৃহীত###
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন