আরবী স্যার :স্মৃতির পাতা থেকে নেওয়া।
লিখেছেন লিখেছেন সাইদ ২৬ আগস্ট, ২০১৩, ০১:১৫:১০ দুপুর
বিসমিল্লাহির রাহমানির রাহীম।আসসালামুআলাইকুম।
হুজুর স্যার ক্লাস এইটে আরবী পড়াতেন।অনেক বয়স হলেও ছাত্রদেরকে পিটানোতে তার বেশ নাম ডাক ছিলো।স্যার এক চোখে আবার একটু কম দেখতেন। স্যারের পিটানোর ভয়ে অর্ধেক ছাত্র তার ক্লাস ফাকি দিতো।ক্লাসে সাধারণত ভালো ছাত্ররা সামনের বেঞ্চে বসত।তাই চাইলেও স্যারের ক্লাস ফাঁকি দেওয়ার উপায় ছিলনা।আমরা কয়েক বন্ধু সামনের বেঞ্চে একসাথে বসতাম।দুইএকজন ছাড়া আমরা কেউই আরবী পড়তে পারতাম না।আমি নোটবুক দেখে অনেক কষ্ট করে আরবীর উচ্চারণ এবং অর্থ মুখস্ত করে আসতাম।স্যার পড়া ধরলে মুখস্থ বলতাম।অনেককে পড়া না পারার কারণে পিটুনি খেতে হতো।
ক্লাস ক্যাপ্টেন হওয়ায় ক্লাসে ছাত্ররা কেনো পালিয়ে যায় তার হিসাব আমাকে দিতে হতো।একদিকে ছাত্রদের কাছ থেকে চাপ আসতো যেনো কারোর নামে নালিশ না দিই।আবার স্যার চাপ দিতো যারা ক্লাস ফাকি দেয় তাদের নাম দিতে।আমি পড়লাম উভয় সংকটে।এক বন্ধু পরামর্শ দিল।স্যার তো চোখে একটু কম দেখে তাই টেক্সটবুক এর মধ্যে নোটবই নিয়ে পড়লে স্যার দেখতেও পারবেনা বুঝতে পারবেনা।সবাই সন্মতি দিল। পরেরদিন দিন থেকে আমাদের মিশন শুরু হলো।ক্লাসে ছাত্রদের উপস্থিতির সংখা এবং সবার পড়া পারা দেখে স্যার যারপরনাই খুশী।আমরাও খুব খুশী।
স্যার এতদিন চেয়ারে বসে থেকেই পড়া ধরতো।হটাৎ একদিন কি মনে করে চেয়ার থেকে উঠে এসে প্রত্যেক ছাত্রর সামনে এসে পড়া ধরতে শুরু করলো।নোটবই ভিতরে নিয়ে পড়ার সাহস আর কারোর হয়না।দুই একজন পড়তে গিয়ে ধরা খেলো।যা হবার তাই হলো। হুজুর স্যারের সাথে বাটপারী?তাও আবার আরবী পড়া নিয়ে?ভেবেছো আমি চোখে কম দেখি বলি কিছু ধরতে পারবনা?তাই তো বলি সবাই এতো সুন্দর করে পড়া পারছে কিভাবে?তোদেরকে আজ মেরেই ফেলবো। তোদেরই একদিন না হয় আমারই একদিন।সবাইকে ইচ্ছামত পিটুনি দিল।আমার উপর পড়লো ডাবল পিটুনি।
আমি তো কাঁদতে কাঁদতে বললাম স্যার আমাদের কি দোষ?আমরা তো আরবী অক্ষরই চিনিনা।আপনার পড়া আমরা কিভাবে দেবো?পড়া না পারলে আপনি মারেন।ক্লাস ফাঁকি দিলে আপনি মারেন।আরবী পড়া তো ক্লাস এইটেই শেষ।তাই কোনভাবে ক্লাস এইট পার করে দিতে চেয়েছিলাম।আমার কথা শুনে স্যার খুব আফসোস করলো যে আমরা অনেকই আরবী অক্ষর চিনিনা!!আমাদের হাইস্কুলে শিক্ষা ব্যাবস্থা এমন যে আরবী পড়ার কেউই প্রয়োজনীতা বোধ করিনা।কবে আসবে সেই শিক্ষা ব্যাবস্থা যেদিন কুরআন পড়ার গুরত্ত্ব আমরা নিজেরাই উপলদ্ধি করতে পারবো?সেদিন আসতে কি এখনো অনেক দুরে?
আল্লাহ হাফেজ
বিষয়: বিবিধ
১৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন