এই মহিলাটি জান্নাতে প্রবেশ করবে।
লিখেছেন লিখেছেন সাইদ ০৯ জানুয়ারি, ২০১৪, ১০:৪৯:৪৫ সকাল
ইমাম বুখারী ও মুসলিম এ হাদীস বর্ণনা করেন যে, একবার আতা বিন রাবাহ আব্দুল্লাহ বিন আব্বাসের (রাযিয়াল্লাহু আনহুমা) সাথে দাড়িয়ে ছিলেন।এমন সময় সামনে দিয়ে কালো রঙের এক দাসী অতিবাহিত হলো। আব্দুল্লাহ বিন আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) আতার দিকে তাকালেন এবং বলতে লাগলেন: আমি কি তোমাকে এক জান্নাতী নারী দেখাবো? আতা আশ্চর্য হয়ে বললেন যে,এক জান্নাতী নারী? আব্দুল্লাহ বিন আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন,হ্যা এক মহিলা আছে যখন সে মৃত্যবরণ করবে,তখন জান্নাতে প্রবেশ করবে।আতা খুব আশ্চর্য হলেন।তিনি বললেন,আমাকে দেখান সে কোনো সৌভাগ্যবতী নারী যে জান্নাতী হবে?আমাদের মাঝে থাকেন এবং আমাদের মাঝেই যাতায়াত করেন।আব্দুল্লাহ বিন আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) সেই কালো বুড়ি দাসীর প্রতি ইঙ্গিত করলেন।তিনি বললেন,এই বৃদ্ধা জান্নাতী।আতা (রাযিয়াল্লাহু আনহু ) জিজ্ঞাসা করলেন,ইবনে আব্বাস আপনি কি করে জানলেন যে সে জান্নাতী?
তিনি উত্তর দিলেন: অনেক বছর পূর্বে এ কালো বর্ণের কদাকার চেহারার মহিলাটি আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)নিকটে আসে তখন সে মৃগী রোগে আক্রান্ত।আর সে তাতে বারবার পতিত হত।তাই আল্লাহর রাসুলের(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)নিকট রোগ থেকে আরোগ্যের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে এসেছিলো।সে বলতে লাগলো,আমার জীবন বৃথা, শিশুরা আমাকে ভয় পায়,আমাকে তিরস্কার করে আমার উপর হাসে।আমি বাজারে থাকি অথবা বাড়ীতে অথবা লোকজনের সাথে,মৃগী রোগ আমাকে আক্রমন করে যার ফলে আমার হুঁশ থাকেনা।আমার জীবনে নৈরাশ্যতা চলে এসেছে।হে আল্লাহর রাসুল!আল্লাহর নিকট আমার রোগমুক্তির জন্য প্রার্থনা করুন।আল্লাহর রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)সাহাবাদেরকে ধৈর্যের সবক দেওয়ার জন্য তাকে বললেন: "যদি তুমি ধৈর্য ধারণ করো তবে তোমার জন্য রয়েছে জান্নাত।আর যদি রোগ থেকে মুক্তি চাও তবে আমি আল্লাহর কাছে তোমার জন্য রোগ মুক্তির জন্য দু'আ করবো।"
আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন কথা সমাপ্ত করলেন,মহিলাটি খুব চিন্তা ভাবনা করলেন।নিজের অবস্থা ও অসুস্থতার প্রতিও লক্ষ্য করলেন।রাসুলের(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কথাও মনে মনে ভাবলেন।এখন তিনি দু'টি বিষয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে চাইলেন যে,কোন বিষয়টি তিনি অবলম্বন করবেন?ধৈর্যকে নাকি দুনিয়ার আরামকে?ভাবলেন যে দুনিয়াটা অস্থায়ী এটা একদিন শেষ হয়ে যাবে আমি জান্নাতের আকাঙ্খা কেন করব না ?অত:পর তিনি সিদ্ধান্তে উপনীত হলেন: " হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)!আমি ধৈর্যধারণ করব;কিন্তু আমার যখন; মৃগী রোগ ওঠে তখন আমি বেপর্দা হয়ে যাই। এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, তিনি যেন আমাকে বেপর্দা না করেন।"রাসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার জন্য দু'আ করলেন।(বুখারী-৫৬৫২,মুসলিম-২৫৭৬)
আজকে আমাদের সমাজে অন্যায় ,অনাচারে পরিপূর্ণ। ন্যায়বিচারের আশা করাও দুরাহত।রাষ্ট্রের রন্ধে রন্ধে জুলুম আর নিপীড়ন।রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে নীতিহীন,অসৎ, অযোগ্যদের অগাধ বিচরণ।নিপীড়িত জনগনের প্রতিবাদের ভাষা হিসাবে ভোটের অধিকারকেও হরণ করা হয়েছে।হে আল্লাহ তুমি নিপীড়িত জনগনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে ন্যায়বান,সৎ এবং যোগ্য লোকদেরকে আসীন করে দাও।আমিন।
বিষয়: বিবিধ
২১০২ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজেকে ধর্য্য ধরার উৎসাহ পেলাম
মন্তব্য করতে লগইন করুন