# ছল করে আর জল ফেলনা তুমি

লিখেছেন লিখেছেন বাকঝাল ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৪৪:৫৮ সন্ধ্যা



কাঁদেতে নাকি জানেনা বু

কে বলেছে ভাই

এই দেখনা ক্যামরা পেলে

কেমন কেঁদে যায়।

কান্না শেষে মুচকি হাসে

মিছে কান্না তাই

এমন কান্না আর কেঁদনা

যদি হাসি পায়।


শিয়াল কাঁদে মুরগীর জন্য

যদি খিদে পায়

কুকুর কাঁদে গলায় যখন

হাড় আটকে যায়।

কান্নার অনেক ধরন আছে

যদি বুঝা যায়

সাগর রুনি খুন হলে

কান্না কাটি নাই।


ধামা দিয়ে মারল কুপ

বিশ্বজিৎ আর নাই

তখন তোমার গ্লিসারিনের

কান্না কোথায় যায়?

আর কেঁদনা ছিচ কাঁদুনি

কাঁদতে যদি চাও

দেশটা তোমার আঁচলে বন্দি

মুক্ত করে দাও।


বিষয়: বিবিধ

৯৪৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303995
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
আফরা লিখেছেন : আপনি তো ভাল বেরসিক ভাইয়া এক কান্না নিয়ে ছড়ার পর ছড়া লিখেই যাচ্ছে । অবশ্য আমি মজা পেয়েছি আপনার ছড়া পড়া তাই আপনাকে ধন্যবাদ ভাইয়া ।
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:২২
245872
বাকঝাল লিখেছেন : Crying কারো কারো কান্নায়
হাসি পায় খুব
তাই আমি লিখে যায়
টুপ টাপ টুপRolling on the Floor
304017
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নোনতা জলের বিরুদ্ধে ঝাল কথা!!
দেখিয়েন দিদি আবার আপনাকেই না পিপার স্প্রে দেয়।
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩৫
245907
বাকপ্রবাস লিখেছেন : আমার নাম মরিচ
আমি একটু ঝাল
তাই বলেকি বুবু
করবে নাজেহাল???Tongue Tongue
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৪
245961
বাকঝাল লিখেছেন : Tongue Tongue Tongue Surprised Surprised Surprised Surprised
304054
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৬
আবু জারীর লিখেছেন : একদম খাটি কথা।
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৫
245962
বাকঝাল লিখেছেন : খুবই ধন্যবাদ আবু জারীর ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File