সরকারী কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে রাজধানীতে নতুন এক হাজার ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত সরকারের
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৪৫:২৫ সন্ধ্যা
রাজধানীর মতিঝিল ও আজিমপুরে সরকারী কর্মকর্তাদের জন্য এক হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আবাসন শিল্প। এ শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে দেশে সুউচ্চ ভবন অনেক নির্মিত হচ্ছে। আর এজন্য এলেভেটর ও এস্কেলেটরের মতো শিল্পের চাহিদাও বাড়ছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ খাত। সরকার এ খাতের উন্নয়নে খুবই আন্তরিক। সরকার রাজধানীতে এবং আশপাশের এলাকায় সুউচ্চ ভবন নির্মাণ করবে। এসব ভবনে এলিভেটর ও এস্কেলেটরের মতো প্রযুক্তি থাকবে। মিরপুর ও মোহাম্মদপুরে সরকারী উদ্যোগে সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করা হবে। দেশে সরকারী কর্মকর্তাদের সংখ্যা দেড় লাখ। অথচ মাত্র ৫০ হাজার কর্মকর্তা আবাসন সুবিধা ভোগ করছে। বাকি এক লাখ কর্মকর্তাকেও আবাসিক সুবিধার আওতায় আনবে সরকার। এ লক্ষ্যে মতিঝিল ও আজিমপুরে এক হাজার কর্মকর্তার জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে সরকারী কর্মকর্তাদের আবাসন সমস্যা অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
বিষয়: বিবিধ
৮২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন