সরকারের সঠিক দিক নির্দেশনায় ও তদারকিতে চক্রবৃদ্ধি হারে বাড়ছে শিল্প

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৪৯:৪৭ সন্ধ্যা

সরকারের সঠিক দিক নির্দেশনায় ও তদারকিতে চক্রবৃদ্ধি হারে বাড়ছে শিল্প

স্বাধীনতার ৪৩ বছরে দেশে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে চক্রবৃদ্ধি হারে। দেশে প্রায় ৬০ লাখ এসএমই উদ্যোক্তা রয়েছেন। ধারণা করা হচ্ছে সব মিলিয়ে ছোট-বড় ও মাঝারি উদ্যোক্তার সংখ্যা ১ কোটির বেশি হতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা গেছে, দেশে ৫০ লাখ শিল্প ইউনিট রয়েছে। জিডিপিতে গড়ে প্রায় ২৫ ভাগ অবদান রাখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত। মোট শিল্পের প্রায় ৯৫ শতাংশই এসএমই। বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের তথ্য মতে, দেশে ক্ষুদ্র ও মাঝারি বা এসএমই উদ্যোক্তার সংখ্যা প্রায় ৬০ লাখ। এরমধ্যে নারী উদ্যোক্তার সংখ্যাই সবচেয়ে বেশি। গত কয়েক বছরে শহরের তুলনায় গ্রামেই নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে। পরিসংখ্যান মতে, দেশের মোট ৯০ শতাংশ শিল্প ইউনিট এসএমই খাতের অন্তর্ভুক্ত। সেই সঙ্গে শিল্প কারখানায় নিয়োজিত মোট শ্রমিকের ৮৭ শতাংশ এবং মোট সংযোজিত পণ্যের ৩৩ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। শুধু কর্মসংস্থান সৃষ্টিতে নয়, বিভিন্ন ধরনের পণ্যের প্রসারে এ খাতের বিশেষ অবদান রয়েছে।

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304055
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪০
আবু জারীর লিখেছেন : বিগত ৮ বছর যাবৎ মধ্যপ্রাচ্যে শ্রমিক নাপাঠানর সরকারী নির্দেশনা সঠিক ছিল। সরকার যদি তার মেয়াদ কালে বিদেশে আর শ্রমিক না পাঠায় তাহলে জ্যামিতিক হারে শিল্প বেড়ে চলতি মেয়াদেই শিল্প সংখ্যা এক কোটি থেকে বিশ কোটিতে পৌছবে। আর পদ্মা সেতু হয়ে বরিশাল পর্যন্ত যদি মাত্র একবারও রেল যায়না, তাহলে দেখবেন দেশে কোন ফসলি জমিই থাকবেনা সব শিল্প আর শিল্প হয়ে যাবে। ১৬ কোটি মানুষের দেশে এক কোটি শিল্প! মানে প্রতি ১৬ জনের জন্য একটা করে শিল্প! প্রতিটি পরিবারে গড়ে ৮ জন করে মানুষ থাকলে প্রতি দুইটা পরিবারের জন্য একটা শিল্প! প্রতিটি বাড়িতে চারটা করে পরিবার থাকলে প্রতি বাড়িতে দুইটি করে শিল্প! আমার হিসাবে তো শিল্প সংখ্যা ৪ কোটি হবে। কারন প্রতি চার জনে যদি একজন বিবাহিত হয় তাহলে সে নিশ্চয়ই সন্তান উৎপাদনের জন্য কোন না কোন শৈল্পিক কাজ করে থাকবেন, আর শৈল্পিক কাজ করাইত শিল্পের কাজ। চমৎকার একটা পোস্টের জন্য আপনাকে এবং মুহিত সাহেবকে ধন্যবাদ।
304056
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৪
আবু জারীর লিখেছেন : শিল্প এর জায়গায় শিল্প উদ্যক্তা পড়তে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File