অ বুবুরে

লিখেছেন লিখেছেন বাকঝাল ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:১০:৫০ সন্ধ্যা



বুবু তুই তজবী হাতে, কি যপে যাস দিনে রাতে

বুঝিনা আমি কোন মতে, কিসের উছিলায়

যদিও বলতে মানা, তুইতো চলিস দাদার ইশারায়

অ বুবুরে ধর্ম কর্ম কি তোর মুখে মানায়!

Time Out

নির্বাচনটা আসলে পরে, মাথা ঠুকাস মাজার ঘরে

শাহজালাল নামটা ধরে, বিমান বন্দরে লাগাস

যদিও বলতে মানা, শুনেছি লাল পনিও খাস

অ বুবুরে কি মজা পাস লাগিয়ে ধর্মের লেবাস

Time Out

আমরা কি আর এতই বোকা, বারে বারে খাব ধোকা

বিডিআর হত্যাযজ্ঞ আর হেফাজতের ৫ই মে ভুলিনাই

কেন তুমি উতলা এতো বুদ হয়ে যাও খুনের নেশায়

যদিও বলতে মানা, তুর মুখে কি আল্লাহ খোদা মানায়!

অ বুবুরে এবার তোর গুম আর খুনের হিসাব চাই

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File