অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ১

লিখেছেন লিখেছেন জাতির চাচা ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৪০:০৯ সন্ধ্যা

নাহ আর চুপ থাকা সম্ভব নয় । অনেক ক্ষতি করেছি আর ক্ষতি চাই না । জেগে ওঠো পুরুষ জাতি ।

১। সারা বাংলাদেশে যতোগুলো গার্লস স্কুল , গার্লস কলেজ আছে ঠিক ততোগুলো বয়েজ স্কুল কলেজ চাই ।

ব্যাখাঃ মেয়েদের জন্য যতোগুলো আলাদা স্কুল কলেজ আছে তার তিনভাগের একভাগও নেই ছেলেদের জন্য । নারীরা সমান অধিকার চায় । আমরা তাদের দাবি মতো সমান অধিকার দিতে চাই কিন্তু তাই বলে পাকিস্তানীদের মতো এত বৈষম্য চাই না । গার্লস স্কুল কলেজ থাকা সত্বেও সাধারন স্কুল কলেজ গুলোতেও মেয়েদেরকে জায়গা ছেড়ে দিতে হয় । তাদের জন্য আলাদা করে দিতে হয় আবার নিজেদের থেকে ভাগও দিতে হয় । আমরা নিপীড়িত পুরুষরা অনেক সহ্য করেছি আর নয় । আমরা সমান অধিকার চাই ! ! !

২। পাবলিক বাসে পুরুষদের জন্য নির্ধারিত সিট চাই ।

ব্যাখাঃ সমান অধিকারের দাবি করেও নারীরা নিজেদের জন্য নির্ধারিত সিট করে নিয়েছে । যেটাতে কোন পুরুষ বসলে তাকা ঘাড় ধাক্কা দেওয়া হয় । কিন্তু ভিতরের সিটে মেয়েরা বসলে তাদের কেউ কিছু বলেনা । এত বৈষম্য মানিনা ! সমান অধিকার চাই । পুরুষদের জন্যও নির্ধারিত সিট চাই । নচেত্‍ পিছনের সিটে বসা নারীকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে ।

৩। বিভিন্ন রাজনৈতিক দলে পুরুষ শাখা চাই ! !

ব্যাখাঃ আওমীলীগ বিএনপি সহ সব দলেরই মহিলা শাখা আছে । যেগুলো ডাইরেক্ট নামে । মহিলা শাখায় পুরুষকে নেওয়া হয় না । কিন্তু মূল দলেও মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় । যেমন হাসিনা খালেদা । এটা সমান অধিকার হচ্ছে না । পুরুষের প্রতি জুলুম করা হচ্ছে । তাই অবিলম্বে সকল দলে পুরুষদের জন্য শাখা চাই ।

[আরও আসছে শীগ্রই]

প্রিয় ভাইস্তারা ! যে অধিকার হারিয়েছি তা আমাদের উদ্ধার করতেই হবে । আমরা বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে লড়াই করবো । তবুও অধিকার চাই । ভাইস্তারা জেগে ওঠো । এখনই সময় জেগে ওঠার ।

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File