বাতাসে শুনি বাকশাল পতনের সুর
লিখেছেন লিখেছেন বাকঝাল ২৯ আগস্ট, ২০১৩, ০১:৪৩:৩৬ দুপুর
আমি শুনেছি সেদিন নাকি, খালেদা ফোন করেছে এরশাদের কাছে
খালেদা নাকি, জানতে চেয়েছে এরশাদ এখন কোথায় কেমন আছে!
আমি আরো শুনেছি, এরশাদ নাকি থাকবেনা আর মহাজোটে
বয়েস হয়েছে তাই, মামলাকে ভয় পায়, যদি না আবার জেল জোটে
আমি শুনেছি আরো, খালেদা দিয়েছে অফার রাষ্ট্রপতি হবার জন্যে
এরশাদ কতবার, চেয়েছিল বার বার, রাষ্ট্রপতি হবার জন্যে হন্যে
আমি ভাবি বসে, এসবে কি যায় আসে কে কার সাথে বেধেঁছে জোট
এবারের সংগ্রাম, আমাদের ইসলাম, দেখিয়ে দেবে তৌহিদি জনতার ভোট
খালেদা বুঝিনা, এরশাদ বুঝিনা, বুঝি শুধু পঁচাত্তুর মানে বাকশালের কবর
সেই প্রেতাত্মা আজ, করছে হাসফাস, রক্তের উপর বসে কাটছে জাবর
আমি শুনেছি এবার, জনতার জোয়ার, বাংলার আকাশে বাতাসে
আমার বাংলা, আমার ধর্ম, আমার সম্ভ্রম, আমার মাটি রক্ষার ডাক আসে
এসো ভাই সকলে, ভেদাভেদ ভুলে, আবার জেগে উঠি পঁচাত্তুরের চেতনায়
আমারাই দেখিয়ে দেব, আমরাই বুঝিয়ে দেব, বাকশালের জায়গা নেই এই বাংলায়
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন