তৈলহীন সলতে
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২০ জানুয়ারি, ২০১৪, ১১:৩০:২৩ রাত
দুধ খাওয়া শিশুর মত কাঁদতে ইচ্ছে করে
যখন যেতে হয় মায়ের আঁচল ছেড়ে দূরে
অন্দরে কিলবিল করা লুকায়িত পতঙ্গগুলো
কুরে খায় শব্দহীন দংষণ এলোমেলো
তারপরেও গিয়েছি প্রতিবার এবারো যাচ্ছি
আদৌ পাবো কী অর্জিতে যে জীবন চাচ্ছি
ঘর্ম ঝরা অর্থ পিতায় অবিরাম ঢালছে
মগজ বিগড়ে যায় সহসা কীভাবে পারছে
পারবো কী তাঁর পূরিতে আশা এক চিলতে
উফ!কী দেব তাঁরে তৈলহীন মোর সলতে
বিষয়: সাহিত্য
১০৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন