চাচা এরশাদ এখনো লাল চেহারা খুজেন !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২০ জানুয়ারি, ২০১৪, ১১:২৮:৫৬ রাত
জাতীয় মহিলা পার্টির ভাইস চেয়ারম্যান রীতা নুন বলেন, ‘আকর্ষণীয় চেহারা জাতীয় পার্টিতে এমপি হওয়ার পূর্ব শর্ত।’
চাচার এই সভাব অনেকদিনের পুরানো, চাচা সারা জীবন আকর্শণীয় চেহারা খুঁজে গেছেন, এবং সুযোগ মতো ঘায়েল করেছেন ৷ এরশাদ চাচার হট লিস্টে অনেকের নাম আছে; যেমন শিল্পী সাকিলা জাফর, নায়ক সালমান শাহ'এর মা নীলা চৌধুরী, শিল্পী নাশিদ কামাল, সুবর্ণ মুস্তফার বোন ক্যামেলিয়া, সর্বশেষ বিদিশা ৷ এরা সবাই চাচার হট লিস্টে ছিলেন, এদের মধ্যে শুধু বিদিশাকেই চাচা বিয়ে করেছিলেন ৷
চাচা এমপি বা দলের দায়ত্যশীল বানানোর সময়ও চেহারার দিকে নজর দেন, এই জন্য অনেকে বলে থাকেন যুগান্তর সম্পাদক সালমা ইসলাম কে লুতুপুতু চেহারার জন্যই চাচা এমপি মন্ত্রী বানান ৷
এবার জাতীয় পার্টি ৬ টি সংরক্ষিত মহিলা আসন পেয়েছে, মনোনয়ন প্রত্যাসী প্রায় ১০০ জনের সাথে আজকে চাচা পার্টি অফিসে বিশেষ "সাক্ষাতকার" নিয়েছেন ৷ এর মধ্য থেকে চাচা বাছাই করে এমপি বানাবেন ৷
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন