আয় রে মু_মি_ন
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৭ নভেম্বর, ২০১৩, ১০:৫০:০২ রাত
আয়রে মুমিন আয় রে আয়
এক মোহনায় মিশে যাই
বিভেদ বিদ্বেষ ভুলে
তাগুত শক্তি জোট বেঁধেছে
রুখবে তোমায় সেই আয়েশে
সমরে হাক তুলে
সবার মাঝে থাকবে ভুল
তাই বলে কী ছাড়বে কূল
ওহে বীরের জাতি!
এই বিভেদের করুণ দশা
হারিয়ে যাচ্ছে মুক্তির আশা
ওহে আত্মঘাতী!
আয়রে মুমিন ফিরে আয়
ওইযে নকিব ডেকে যায়
বাতিল আসছে তেড়ে
দ্বীন বাঁচাতে এক হয়ে যা
একই সাথে রুখে দে ঘা
সব জড়তা ঝেড়ে
বিষয়: সাহিত্য
৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন