ভারতের মঙ্গল অভিযানের নেপথ্যে

লিখেছেন লিখেছেন ই জিনিয়াস ০৭ নভেম্বর, ২০১৩, ১১:৪২:০১ রাত

বলিউডের কল্যাণে আমরা চাকচিক্যময় যে ভারতকে দেখি বাস্তবতায় ভারত তেমন কোন দেশ নয়। বিশেষ করে শহুরে অবকাঠামো, পয়ঃনিষ্কাসন ব্যবস্থা, শিশু মৃত্যুহার, নারী শিক্ষাহার, বার্ষিক গড় আয় ইত্যাদি ক্ষেত্রে ভারত অনেক পিছিয়ে আছে। ২০১০ সালে বিশ্বব্যাংকের করা হিসাব মতে ভারতে শতকরা ৩৩ ভাগ লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে। ১.২৫ ডলার ডলারে নিচে তাদের দৈনিক আয়। দেশের অর্ধেকের মত শিশু অপুষ্টির শিকার। সেনিটেশন ব্যবস্থার অপ্রতুলতা থাকার কারণে সেদেশে প্রায় অর্ধেকের মত মানুষ খোলা আকাশের নিচে পায়খানা করে। কিন্তু জাতিকে এই অবস্থায় রেখে ৪৫০ কোটি রুপি ব্যয় করে তারা মঙ্গলে অভিযান পরিচালনা করছে ভারত যা অন্যদের চোখে উচ্চাকাঙ্খা হিসেবেই পরিলক্ষিত হচ্ছে। যদিও ভারতের কর্ণধাররা মনে করছেন এতে ভারতের সম্মান বৃদ্ধি পেয়েছে।

একথা সত্য যে, প্রযুক্তিগত উন্নতি, বৈজ্ঞানিক গবেষণা, অজানাকে জানার জন্য অভিযান ইত্যাদি মানব সভ্যতাকে এগিয়ে নেয়। সে হিসেবে ভারত যদি সে কাজটিকে সামনে এগিয়ে নেয় তবে পুরো মানবজাতিই সেখান থেকে উপকৃত হবে। তাদের একাজ উৎসাহ পাবার যোগ্য। কিন্তু প্রশ্ন আসে যখন ভারতের মত তৃতীয় বিশ্বের কোন দেশ এই কাজটি করতে যায়। কেননা বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণের পরই প্রশ্ন আসে মঙ্গলে অভিযানের মত একটি ব্যয়বহুল অভিযাত্রা। মূল সে কাজেই এখনো তারা সফল নয়। বৈদেশিক সাহায্য ছাড়া এখনো তারা চলতে পারে না। উল্লেখ্য, এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপোর মিলিত প্রচেষ্টায় মঙ্গলে অভিযান পরিচালিত হয়েছে। খোদ চীনও এখন পর্যন্ত মঙ্গলে অভিযান চালাতে সক্ষম হয় নি।

এতো গেলো একটি দিক। আরো একটি দিকে তৃতীয় বিশ্বের দেশ ভারত অন্যদের চেয়ে এগিয়ে আছে । আর তা হোল অস্ত্র আমদানি। অস্ত্র আমদানীতে ভারত এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে। সুইডেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস্ রিসার্চ ইন্সটিটিউট (সিপ্রি) এ কথা জানিয়ে বলেছে, ২০০৭ থেকে ২০১১-র মধ্যে ভারত যতো টাকার অস্ত্র আমদানি করেছে তা আর কোন দেশ করেনি। বিশ্বের ১০ শতাংশ অস্ত্র এই সময়ে আমদানি করেছে ভারত। আর এই আমদানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দও।

অস্ত্র আমদানী কেন এই প্রশ্নের জবাব পাওয়া যায় সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল শঙ্কর প্রসাদ এর কাছে। তিনি এই প্রশ্নের উত্তরে বললেন, “অবশ্যই এই অস্ত্রের প্রয়োজন রয়েছে। কারণ চারদিকে রয়েছে বিপজ্জনক প্রতিবেশী। একদিকে পাকিস্তান আর অন্যদিকে চীন। পাকিস্তান সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে, আর অন্যদিকে চীন তো পারলে অরুণাচল প্রদেশ আর পূর্ব লাদাখকে এখনই দখল করে। সীমান্ত সমস্যার সমাধান করতে গেলে ভারতকে চীনের সমকক্ষ হতে হবে। কারণ সমঝোতা হয় সমানে সমানে। ফলে আরো অস্ত্র আমদানি করা প্রয়োজন।” তাহলে ৪৫০ কোটি রুপি ব্যয়ে মঙ্গলাভিযান কেন? এরও উত্তর আছে। এর উত্তর হচ্ছে চীন এবং পাকিস্তানকে মনস্তাত্তিকভাবে চাপে রাখা। কিন্তু সত্যিই কি চীনকে মঙ্গলাভিযানের মাধ্যমে চাপে রাখা সম্ভব? কারণ, চীনের ভারতের মত অস্ত্র আমদানি করার প্রয়োজন হয়না। তারা নিজেরাই নিজেদের জন্য অস্ত্র তৈরি করতে সক্ষম।

এই ভারতে যৌতুকের ভয়ে মেয়েশিশুকে বিবেচনা করা হয় ‘অবাঞ্ছিত বালিকা’ (আনওয়ান্টেড গার্ল) হিসেবে। যদি গর্ভাবস্থায় নিশ্চিত হওয়া যায় যে, অনাগত শিশুটি মেয়ে, তবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মায়ের গর্ভেই তাকে হত্যা করা হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী ভারতে প্রতিদিন ২০০০টি মেয়েকে জন্মানোর আগেই মেরে ফেলা হয়, এই ভ্রুণ হত্যার জন্য অনেকক্ষেত্রেই মাকে নির্মমভাবে প্রহার করা হয় এবং পেটে আঘাত করা হয়। বিভিন্ন বেসরকারি সংস্থার গবেষণা প্রতিবেদনে দেখা যায়, গত এক দশকেই ভারতে অন্তত ৮০ লাখ মেয়েশিশুর ভ্রুণ (গর্ভের শিশু) হত্যা করা হয়েছে। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর অন্তত ৫ কোটি মেয়েশিশুর ভ্রণ হত্যা করা হোয়েছে। গবেষকরা বলছেন, বর্তমান পৃথিবীতে যুদ্ধ, ক্ষুধা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগে যতলোক মারা যায়, তার চেয়ে অনেক বেশি মেয়েশিশুকে এই ‘সাইলেন্ট জেনোসাইড’ এর মাধ্যমে হত্যা করা হয় ভারতে। সুতরাং ভারতের উচিৎ পাশ্ববর্তী দেশের সাথে আধিপত্যের প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে বরং অভ্যন্তরীণ সমস্যায় নিজেদের এই বিপুল পরিমাণের অর্থ কাজে লাগানো।



বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File