এসব কী অপসাংবাদিকতার বহিঃপ্রকাশ নয়?

লিখেছেন লিখেছেন ই জিনিয়াস ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪০:৩৩ বিকাল



উপরের ছবিটির দিকে তাকান। এটি গতকাল অর্থাত ২ ডিসেম্বরের আমাদের সময়েরপেছনের পাতায় প্রকাশিত একটি ছবি। ছবিটির দিকে তাকালে দেখতে পাবেন অণ্প বয়সী দুটো ছেলের হাতে এ্যাববড় বড় রাম দা আর লাঠি। অথচ তাদের এক্সপ্রেশনটা মোটেই মানানসই নয়। একজন তো রীতিমত হাসছে। দেখেই বোঝা যায় ছবিটি পোজ দেওয়া। আসলে এ থেকে আমাদের জাতির বিবেকগণ কি ম্যাসেজ দিতে চাচ্ছেন, সাধারণ মানুষ জানে কী? এই হিট কামাই ও পিলে চমকানো কাটতি বাড়ানোর সংবাদে কী আমাদের সমাজের ভিত্তি ভেংঙ্গে পড়বে না? জাতীর বর্তমান সঙ্কট তৈরির ক্ষেত্রে কী তাদের ভূমিকা অস্বীকার করতে পারবে?

অথচ তারাই কিনা জাতীর বিবেক!!

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File