হলুদালোর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষীকীতে আপনাদের হলুদ শুভেচ্ছা< !!!>আসেন এই ক্ষণে নিজেদের গায়ে একটু হলেও হলুদ মাখি
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৪ নভেম্বর, ২০১৩, ০৩:৩৮:৫২ দুপুর
হলুদালোর ১৫তম প্রতিষ্ঠা বার্ষীকীতে আপনাদেরকে এক মণ হলুদের শুভেচ্ছে ! ! ! ইচ্ছা হইলে মাখতে পারেন নিজে,অন্যকেও মাখাতে পারেন বিশেষ ধরণের এই হলুদ.সমস্যা হলো এই হলুদ মতির কাগজের দোকানেই বেশী পাওয়া যায়,অন্যান্য কিছু দোকানেও পাওয়া যায় তবে রঙটা কিছুটা ভিন্ন.
আপনি ভুল করবেন যদি মুদি দোকান কিংবা কাঁচাবাজারে যেয়ে এই হলুদ খোজ করেন.এই হলুদের রঙ গায়ে মাখার সহজ এবং সম্পূর্ণ ফ্রি উপায় হলো আপনাকে ইসলাম এবং ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে! তাহলে দেখবেন আপনার না লাগবে অর্থ কড়ি না লাগবে শ্রম.
আজ পনের বছর ধরে হলুদের ব্যবসা করে দোকানদার মতি মিয়া বর্তমানে কোটি কোটি টাকার মালিক.তৈরী করেছেন গাড়ি বাড়ি আরো কত কী! দেখুন,এই ব্যবসার মালিক তিনি একা নয় আছে কতক অংশিদার ও.এদের মূলে আছে আধিপত্যবাদী কয়েকটা দেশের হাত.ভাবনার কারণ নেই এই হলুদ এক্কেবারে খাটি হলুদ,একবার লাগেনা!
দেশ বিদেশে বিখ্যাত,কুখ্যাত এই বিশেষ ধরণের হলুদ বর্তমানে সরাসরি হলুদের উৎপাদন ঘটাচ্ছে.যেটি ইতোপূর্বে আলতো করে,সুকৌশলে উৎপাদন করত.বিশেষত আপনি যদি হন জামায়াত কিংবা শিবির!
হলুদের দাওয়াত,মতি ভবনে ! ! !
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন