আজ কেন জানি বিশ্বজিতের কথা মনে পরতেছে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ নভেম্বর, ২০১৩, ০৪:০২:১৬ বিকাল
আজ কেন জানি বিশ্বজিতের কথা মনে পরতেছে ,মনে পরতেছে তার কান্নাজড়িত কন্ঠের সেই কথা গুলো আমি হিন্দু আমি হিন্দু আমি শিবির নয় আমি জামায়াত নয় আমাকে আর মেরোনা ,তোমাদের বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখে নাউ।
ভাই বিশ্বজিত তুমি মনে করেছিলে তুমি হিন্দু জানলে ওরা তোমাকে খুন করবে না। কিন্তু না ওরা যে মানুষ নয় ওরা খুনি ওদের যে ধর্ম নেই ওরা যে হায়েনা। তুমি আমাদের ক্ষমা করে দাউ।
হে আল্লাহ তুমি বাংলার সংখ্যাগরিষ্ট সকল মুসলমানকে ক্ষমা করে দাউ ,আমরা পারি নি আমাদের দায়িত্ব সটিক ভাবে পালন করতে ,আমরা পারিনি বিশ্বজিতকে রক্ষা করতে। ওই সব জালিমদের ধংস করে দাউ যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ভোটের রাজনীতি করে মানুষ খুন করে। পাশাপাশি সমাজের হিন্দু সম্প্রদায়দের বন্ধুদের এই কথা বুঝার তৌফিক দাউ ধর্মনিরপেক্ষ নয় ধর্মীয় দলই তাদের আসল বন্ধু। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে কবুল করে নাউ। আর আমাদের সংখ্যাগরিষ্ট মুসলমানদের তৌফিক দাউ আমরা যেন অন্যান্য সম্প্রদায়ের মানুষ গুলোর পাশে দাড়াতে পারি বিপদে আপদে ,,,,,,,,,,,,,,,,,,,,,,আমীন
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন