বিশ্বব্যাপী উৎকণ্ঠা:কী ঘটতে যাচ্ছে মিশরে???
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১১ আগস্ট, ২০১৩, ১০:০৯:০৯ সকাল
মিশরে কী হতে যাচ্ছে বুঝতেছিনা!তবে সেনা সরকার এবার বিক্ষোভকারীদের হটাতে সর্বশক্তি নিয়গ করবে বলে মনে হচ্ছে|কিন্তু শত শত শহিদের রক্তে রঞ্জিত কাফেলা মুসলিম ব্রাদারহুদ ও তার সমর্থকদের যুক্তরাষ্ট্রের মদদ পুষ্ট ফেরাউনের উত্তরসূরী সেনাবাহিনী হামলা চালায়ি আরো শত শত জীবন ঝরিয়ে তাদের বিক্ষোভকে অতি সহজে নিবৃত করতে পারবে বলে মনে হয়না|একথা স্পষ্ট যে মিশরের অধিকাংশ মানুষ মুরশিকে আবারো প্রেসিডেন্ড হিসেবে দেখতে চায়|মিশরে মূলত লড়াই হচ্ছে ইসলামপন্থী ও ইসলাম বিদ্বেষীদের মধ্যে,হক ও বাতিলের মধ্যে,মুসা ও ফিরাউনের মধ্যে,মজলুম ও জালিমের মধ্য,শান্তিকামী ও বিশৃংখ্যলা সৃষ্টিকারীদের মধ্যে,নিরস্ত্র ও অস্ত্রধারীদের মধ্যে|এই লড়াইয়ে বিজয়ী দলটি যদি ইসলামপন্থী হয় তবে এর প্রভাবে বিশ্বরাজনৈতিক ব্যাবস্থা একটা ঝাকুনি খাবে|যুক্তরাষ্ট্র ও ইসরাঈলের ভীত কেপে উঠবে|মধ্যপ্রাচ্যে প্রতিনিধিত্বকারী দেশ সৌদি আরব তার কতৃত্ব হারাতে পারে|এমনকি দেশটিতে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন ব্যাপকভাবে শুরু হতে পারে|অন্যান্য দেশগুলোও বাদ যাবেনা নিশ্চয়|অন্যদিকে ইসলামপন্থীরা পরাজিত হলে তিউনিশিয়া,তুরষ্কের ইসলামপন্থী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র,ইসরাঈলের কালো থাবা তাদেরকে গ্রাস করতে চাইবে|ইসরাইলের আগ্রাসনবাদী মনভাবে গতি পাবে|চলতে থাকবে যুক্তরাষ্ট্র ও তার দোষরদের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী হানা আঘাৎ|নিষ্পেষিত হবে মানবতা|এটাকে পুঁজি করে আল কায়েদা ও অন্যন্য অস্ত্রধারী যুক্তরাষ্ট্র বিরধীরা মুসলিম যুবকদেরকে বুঝাতে সক্ষম হবে যে তারা সঠিক পথেই রয়েছে|
তবে হতাশার মাঝে আশার বাণী শুধু একটাই সত্যই বিজয়ী হবে শেষাবধি|
(লেখাটা ইচ্ছা করলে সেয়ার করতে পারেন|কপি করতে চাইলেও নামসহ কপি করতে পারেন)
বিষয়: আন্তর্জাতিক
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন