দাসীর চিহ্ন বোরকা অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
লিখেছেন লিখেছেন স্বাধীনতা ১১ আগস্ট, ২০১৩, ০৮:৫৪:১৮ সকাল
ধর্মের দসী নয়- নারী আত্মমর্যাদাশীল বাঙালি হতে চায়।
ক্ষমতা দখলের পর ১৯৯৬ সালের ২৭ ডিসেম্বর তালেবানরা কতগুলো ডিক্রি জারি করে । তার মধ্যে উল্লেখযোগ্য হলো :
১) মহিলা ও যুবতি মেয়েরা বাড়ির বাইরে কোন কাজ করতে পারবেনা।
২) যেসব মহিলা বাইরে যাবে, তাদের সাথে 'মাহরাম' থাকতে হবে।
৩) পুরুষরা দাড়ি বাখবে এবং গোফ রাখতে হবে শরিয়া মতে।
৪) মহিলারা বোরকার নিচে কোন উজ্জ্বল রংয়ের জামা গায়ে দিতে পারবে না ।
৫) মহিলারা নেল পলিশ, লিপষ্টিক,মেকআপ ব্যবহার করতে পারবেনা।
৬) কোন প্রাণী বা মানুষের ফটো টাঙানো যাবে না।
৭) কোন পুরুষ ডাক্তার মেয়েদের দেখতে পারবে না এবং কোন পুরুষ দর্জির কাছে মহিলা জামা বানাতে যেতে পারবেনা।
৮) কোন যুবতি মেয়ে যুবকের সাথে কথা বলতে পারবেনা। এ আইন ভঙ্গ করলে সাথেসাথে দুজনের বিবাহ হয়ে যাবে।
৯) মুসলিম পরিবার গান শুনতে পারবেনা, এমনকি বিবাহ অনুষ্ঠানেও নয়।
১০) সব অমুসলিমরা হলুদ পোশাক বা এক খন্ড হলুদ কাপড় গায়ে দেবে, তাদের বাড়িতেও হলুদ পতাকা ওড়াতে হবে।
১১) মহিলারা বিবাহের সময় বিউটি শপে সাজ-সজ্জ্বার জন্য যেতে পারবে না।
১২) যে কেউ শরিয়া আইন ভঙ্গ করলে তাকে পাবলিক স্কোয়ারে শাস্তি দেয়া হবে।
বিষয়: বিবিধ
২৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন