অবস্থা বেগতিক, ইসলাম নিয়ে পিছলামি.....................

লিখেছেন লিখেছেন স্বাধীনতা ২১ আগস্ট, ২০১৩, ০১:৩০:১৯ রাত



আমাদের টুডেব্লগের ভিআপি ব্লগার জনাব হককথা ভাই এক ভিষন পোষ্ট মেরে দেয়েছেন আজকের ব্লগে, এখানে : Click this link

পোষ্টে তিনি দাবি করেছেন : কোনদিন কোন মুসলমান কল্পনাও করতে পারেন না বলপ্রয়োগে ধর্মান্তকরণের বিষয়টি।

এ কথার প্রেক্ষিতে ওনার কাছে আমার প্রশ্নছিল-

স্বাধীনতা লিখেছেন : সুরা ৯:২৯ ; "তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের ঐ লোকদের সাথে, যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিযিয়া প্রদান করে।"

এরচেয়ে ভয়ংকর আর কি হতে পারে? ধর্মান্তকরণে ইসলামের মুল কথাই হছ্ছে হয় মুসলাম হয়ে যাও নয়তো করজোড়ে যিযিয়া প্রদান কর।

তিনি প্রতি মন্তব্যে বল্লেন :

হককথা লিখেছেন : আচ্ছা দাদা, আলোচ্য বিধানটি কোন প্রেক্ষাপটে নির্দেশিত হয়েছিল যেন? পড়েছেন তা? এভাবে কায়দা করে কোট করলে কোন লাভ হবে না, হচ্ছেও না। হচ্ছে যে না, তা তো দেখতেই পাচ্ছেন। বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম। আপনাদের কায়দা কানুন বুমেরাং হচ্ছে, তা কি বুঝতে পারছেন?

এরপর আমার পাল্টা প্রশ্ন ছিল

স্বাধীনতা লিখেছেন : তো ভাইজান- আপনি "লা ইকরাহা ফিদ দ্বীন" কথাটাও কোন প্রেক্ষাপটে হয়েছে তা কিন্তু বলেন্নি, শুধু কায়দা করে কোট মেরে দিলেন।

নাকি আয়াত জুতসই না হলেই প্রেক্ষাপটের ধানাইপানাই চলে আসে??? উত্তর দিন???

হককথা ভাই এবার কোন উত্তর না দিয়েই তিনি সটকে গেলেন।

পোষ্টে তিনি লিখেছেন : "সাতশত বৎসর ভারত শাসন করেও তারা সেখানে সংখ্যালঘু হত না।"

এখানেও আমার জোরালো প্রতিবাদ ছিল,

স্বাধীনতা লিখেছেন : "সাতশত বৎসর ভারত শাসন করেও তারা সেখানে সংখ্যালঘু হত না।"

মুসলিম দখল/উপনিবেশ যেখানে গিয়েছে- প্রথমেই আঘাত করা হয়েছে সে দেশের ধর্ম এবং ভাষার উপর। মিশর থেকে মরক্ক....সমগ্র উত্তর আফ্রিকার ক্ষুদ্রজাতিসত্বা গুলো গুড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু পারেনি স্পেনে, কারন স্পেনিসদের কৃষ্টি-সভ্যতা ছিল আরব-বেদুইন জাতিসত্বা থেকে বহুগুন উন্নত ও শক্তিশালি। একই কারনে পারেনি ইরানে- ইরান ধর্মটা নিয়েছে, কিন্তু ভাষাটা নেয় নি।

অন্য দিকে ভারত উপমহাদেশর প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। এখানে প্রথমদিকে মুসলমানরা মুলত ভারতে এসেছে লুটপাট করার জন্য। বারাবার হানা দিয়ে তারা ফিরে গেছে। এক সোমনাথ মন্দিরে ১৭ বার হানা দেয়া হয়েছে। পরবর্তিতে ভারতে মুসলিম শাসন ছিল গতানুগতিক মধ্যযূগীয় শাসন। যেখানে ইসলামের চেয়ে তাদের কাছে বাদশাহী ছিল বড়। বাদশা আকবের কথাই ধরা যেতে পারে। বাদশা শাহজাহানের বিলাসি জীবনের তাজমহলের কথা ধরা যেতে পারে। যে কারনে উন্নত সংস্কৃতি-সভ্যতার ভারতে সে তুলনায় ধর্মান্তকরণ সম্ভব হয় নি।

শ্রদ্ধেয় ভাইজান এবার চুরান্ত ভাবে সটকে পরলেন

এবার আপনারাই বলেন ইসলামী কথা নিয়ে পিছলামি করলে হবে??

পিলাচ, মারহাবা, জাজাকাল্লা, ঝাঝা, আলহামদুলিল্লা টাইপের মন্তব্যই ওমার কাছে an intellectual debate.

বিষয়: বিবিধ

২৬৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File