জুতা কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১১ আগস্ট, ২০১৩, ০৮:৩৫:৫৭ সকাল



:জুতা কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার:

দীর্ঘ দিন যাবত হাই হিল জুতা পরলে পায়ের হাড় বেঁকে যায়। এতে করে পায়ে ঘা সহ নানাবিধ অসুখ হতে পারে। তাই এখন থেকেই আপনার মা বোনদের হাই হিল পরা থেকে বিরত রাখুন। কারন পা শরীরের খুবই প্রয়োজনীয় অঙ্গ। এর যত্ন নেওয়া সবার প্রয়োজন। মাথার পরেই এই অঙ্গের স্থান। আপনার সব অঙ্গ আছে কিন্তু পা কার্যক্ষম নয়, তাহলে আপনাকে কাটাতে হবে এক দুঃসহ জীবন। আর একটা কথা জুতা কেনার সময় অবশ্যই যে জুতা পরে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না সেটা কিনবেন না। জুতা কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন-

১। সঠিক সাইজ

২। কম ওজন

৩। পরিধানে স্বাচ্ছন্দ্যতা

৪। হিলের সঠিক উচ্চতা

৫। সঠিক উপাদান

৬। ভালো ব্র্যান্ড

যথাযথ জুতা পরিধান না করলে আপনি পায়ের নানা অসুবিধায় ভুগতে পারেন। পায়ে ব্যথা থেকে শুরু করে, পায়ে ঘা হওয়া এমনকি এক পর্যায়ে আপনার পা টি অচলও হয়ে যেতে পারে। ভালো ব্র্যান্ডের কথা বলা হয়েছে কারণ ভালো ব্র্যান্ডগুলোই প্রডাক্টের মানের প্রতি যথাযথ গুরুত্ব দেয়। আর, বেঠিক সাইজের জুতা পরা একদমই নিষিদ্ধ। কেউ পরে থাকলে এখনি বাদ দিন। কারণ এখনকার ফল আপনার বয়স বেশী হলে বুঝবেন। পায়ে ব্যথা তখন ব্যাধিতে রূপান্তরিত হবে।

ডাইবেটিকস রুগীদের পায়ে ক্ষত হতে সবচেয়ে বেশী দেখা যায়। এই রুগীদের পায়ে কোন ক্ষত, ঘা অথবা ব্যথা হলে আজীবন তা ভোগ করতে হয়। কিন্তু খুব সহজেই এই ডাইবেটিকস রুগীরা পায়ের অসুখ থেকে বাঁচতে পারে। ডাইবেটিকস রুগীদের জন্য বিশেষ ধরনের জুতা পাওয়া যায় যেগুলোকে বলে ডাইবেটিকস সু। সেগুলো ব্যাবহার করলে পায়ের সমস্যা থেকে মুক্তি পাবে রুগীরা।

বেশী সময় যাবত রাবার অথবা প্লাস্টিকের জুতা পরা ঠিক নয়। কারণ রাবার বা প্লাস্টিকের জুতার ভিতরের বাতাস বাইরে পরিবেশে আসতে পারে না আবার বাইরের বাতাস ভিতরেও যেতে পারে না। এতে পা ভ্যাপসা গরম এক পরিবেশে পড়ে। এতে পায়ের ত্বকে নানাবিধ অসুখ হতে পারে। উপাদান হিসেবে চামড়াই জুতার জন্য সবচেয়ে উপযোগী।

হাই হিলের কথা প্রথমেই বলেছি। হাই হিল বলতে বোঝানো হয় মেয়েদের হাই হিল জুতাকে। তবে কেউ আবার মনে করে বসবেন না হিল একদম সমতল হবে। জুতাতে হিলের অংশটুকু একটু উঁচু রাখা হয় এই কারনে যে শরীরের ভারের সিংহভাগ পড়ে হিলের উপর। হিল বিহীন বা সমতল সোলের জুতা পরলে তাই আপনি স্বাচ্ছন্দ্যে হাটা চলা করতে পারবেন না। কেননা হিলের অংশটুকু ক্ষয় হয়ে আরো নিচু হয়ে যাবে।

[ মোঃ মোস্তাফিজুর রহমান জেরী, বি এস সি ইন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ]

বিষয়: বিবিধ

২৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File