আমার এবারের ঈদ

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৯ আগস্ট, ২০১৩, ০৬:১৮:০৮ সকাল

বন্ধুদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেসেজ আসছে একের পর এক|এত পরিমাণে আসছে যে সবগুলো পড়ার সুযোগ পাচ্ছিনা|অন্যান্য বার ঈদে আমিও শুভেচ্ছা জানিয়ে মেসেজ দিতাম,ফোন করে শুভেচ্ছা জানাতাম|এবার তেমনটা করা হচ্ছেনা|আসলে আনন্দ করার মত মানসিকতা নেই|আমার দীনি ভাইয়েরা যেখানে কারাগারে ঈদ করবে তাদের আত্মীয় স্বজন ছেড়ে আমি কীভাবে পারি তাদের কথা ভুলে আনন্দে গা ভাসিয়ে দিতে!

আওয়ামী সরকারের ছোড়া বুলেটের আঘাতে যেসব ভাইয়ের জীবন ঝরে গেছে তাদের পরিবার নিশ্চিৎ স্বজন হারার বেদনা নিয়েই ঈদ পালন করবে|আমিতো তাদের ভুলে থাকতে পারিনা!এসব শহিদানদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হলেও তারাতো তাদের প্রিয় আব্বুকে আর কোন দিন ফিরে পাবেনা,প্রিয় ভাইটিকে ভাই বলে ডাকতে পারবেনা,বহু কষ্টে লালিত সন্তানকে তার পিতা মাতা এই দিনে সাথে নিয়ে ঈদ করত কিন্তু আজ তাদের কত করুণ অবস্থা হবে চিন্তার বিষয়!

তাই বাধ্য হয়ে আপনাদেরকে খুশি মনে শুভেচ্ছা জানাতে পারছিনা|আপনাদেরকে রক্তিম শুভেচ্ছ জানাচ্ছি আর দোয়া করছি আল্লাহ যেন মিশরের রাজপথে ঈদ পালনকারী ইসলামপন্থীদেরকে বিজয় দান করেন আর আমার দেশের হন্তারক আওয়ামী সরকারের চীর দিনের জন্য পতন দেন|

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File