যতদিন না কায়েম হবে খোদার ধারায় তারই দীন-কিসের আবার ঈদের খুশী এই অনুষ্ঠান অর্থহীন।
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০৯ আগস্ট, ২০১৩, ০৭:৪৫:২৭ সকাল
আজ ঈদুল ফিতর। নতুন সুর্যোদয়ের সাথে সাথে একটি নতুন দিনের সুচণা। সর্বত্র আনন্দ কোলাহল, উৎসবে আনন্দে ভাসছে দেশ ।ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে প্রতিটি প্রাণ প্রাণে। এত আনন্দের মাঝেও দুঃখ কস্ট আর ব্যথার পাহাড় বুকে নিয়ে দিনটি উদযাপন করছে অসংখ্য বণি আদম। তাদের গুমরে মরা কান্না হয়তো সবার কর্ণকুহরে প্রবেশ করবে না। আজ ঈদরে তিনটি লাখ লাখ বণি আদমের কাছে দুঃখ বেদনা হতাশা আর কান্নার দিন। জালিমের কারাগারে আজ হাজার হাজার নিরাপরাধ বণি আদম ঈদ উদযাপন করছে। যাদের স্বজনদের ঘরে আজ ঈদরে খুশী নেই। জালিম সরকারের দায়ের করা মিথ্যা মামলায় লাখ লাখ লোক আসামী যারা ফেরারী জঅবন যাপন করছেন, যারা পরিবার পরিজনের কাছে ফিরতে পারছেন না। এ পরিবারগুলো আজ ঈদের খুশীর পরিবর্তে কস্টের দিন যাপন করছে। একইভাবে যদি আমরা ভাবি কেমন আছেন বর্ষীয়ান ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম আযম, কেমন আছেন ফাসির কুঠরিতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান? কেমন আছেন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, এটিএম আজহারুল ইসলাম, ডাঃ শফিকুর রহমান, অধ্যাপক মুজবুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারমহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। আজ কেমন কাটছে ২৮ অক্টোবরের আওয়ামী লগি বৈঠধারী সন্ত্রাসীদের হাতে শাহাদাত বরণকারী মুজাহিদ, শিপন, ফয়সালসহ সেই দিনের শহীদদের পরিবারের ঈদ? কেমন কাটছে বর্তমান সরকারে গণহত্যার শিকার শহীদ পরিবারের শহীদদের পরিবারের ঈদ? এই জালিমের আমলে আজ তাই তাই আনন্দ বিদায় নিয়েছে । সর্বত্র দুঃখ, ব্যথা বেদনা আর কস্টের পাথার বুকে নিয়ে মানুষ কৃত্রিম ঈদ পালন করছে। তাইতো কবি ফররুখ লিখেছেন '' যতদিন না কায়েম হবে খোদার ধারায় তারই দীন-কিসের আবার ঈদের খুশী - এই অনুস্ঠান অর্থহীন।
বিষয়: বিবিধ
২৮৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন