যে কারণে নিষিদ্ধ হল জনপ্রিয় ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী
লিখেছেন লিখেছেন ঊর্মি ০২ আগস্ট, ২০১৩, ০২:৫৩:১৩ দুপুর
সরকারী হাম্বা পক্ষের আবেদন অনুযায়ী চার কারণে জামায়াত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে পারে না ।
প্রথমত, জামায়াত জনগণকে সব ক্ষমতার উৎস বলে মনে করে না।
দ্বিতীয়ত, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে কোনো সাম্প্রদায়িক দল নিবন্ধন পেতে পারে না। হাম্বা পক্ষের দাবী কর্মে ও বিশ্বাসে জামায়াত একটি সাম্প্রদায়িক দল।
তৃতীয়ত, নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ধর্ম-বর্ণ-লিঙ্গের কোনো বৈষম্য করতে পারবে না। কিন্তু জামায়াতের শীর্ষপদে কখনো কোনো নারী বা অমুসলিম যেতে পারবে না।
চতুর্থত, কোনো দলের বিদেশে কোনো শাখা থাকতে পারবে না। অথচ জামায়াত বিদেশের একটি সংগঠনের শাখা। তারা স্বীকারই করে তাদের জন্ম ভারতে। বিশ্বজুড়ে তাদের শাখা রয়েছে।
হায়রে কম্বল চোর হাম্বা লীগ , জামায়াত কে নিষিদ্ধ করে তোরা নিজের পায়েই কুড়াল মারলি
বিষয়: বিবিধ
১৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন