কোন খুনীরই স্বাভাবিক মৃত্যু হয় না
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০২ আগস্ট, ২০১৩, ০২:৪৮:৩৩ দুপুর
কোন খুনীরই স্বাভাবিক মৃত্যু হয় না। চাই সে রাষ্ট্রপ্রধান, নিরাপত্তাবাহিনীর সদস্য, রাজনীতিবিদ অথবা সাধারণ সন্ত্রাসী।
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যেসব রাষ্ট্রপ্রধানবৃন্দ হত্যা-সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত হয়েছেন তারা সবাই বুলেটের আঘাতেই নিহত হয়েছেন। খুন হত্যা করে ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতায় থেকে জনগনকে হত্যা করেছিলেন সাদ্দাম হোসেন, কেমিক্যাল আলী, সাদ্দামের ছেলেদ্বয়, মোয়াম্মার গাদ্দাফি কারও স্বাভাবিক মৃত্যু হয় নাই।
আমেরিকার গৃহযুদ্ধের নায়ক আব্রাহাম লিংকন, বাংলাদেশের যুদ্ধের তিন নায়ক ইন্দিরা গান্ধি, জুলফিকার আলী ভুট্রো, শেখ মুজিবুর রহমান কারও স্বাভাবিক মৃত্যু হয়নি। উপরন্তু তাদের বংশধরেরাও সিরিয়াল অস্বাভাবিক মৃত্যুর পাইপলাইনে এবং নির্বংশ হওয়ার উপক্রম। সাধারণ সৈনিক হত্যাকারী তাহের হত্যাকারী জিয়া, জিয়া হত্যাকারী মঞ্জুর একই পথের যাত্রী হয়েছেন।
বিডিআর বিদ্রোহে যেসব সেনা অফিসার মারা গেল তারাও কি অপারেশন ক্লিনহার্ট, ক্রসফায়ার, জঙ্গিদমন, সীমান্ত হত্যা ইত্যাদি নামে নরহত্যায় লিপ্ত ছিল না?
মিল্কি, তারেকসহ যারা নিহত হলেন তাদের হাতেও অনেক মানুষ নিহত হয়েছেন। তাদের পূর্বসুরী সন্ত্রাসীরাও একই পথের পথিক হয়েছে।
আমার বিশ্বাস শাপলা চত্বরের খুনসহ সব খুনীরই অস্বাভাবিক মৃত্যু হবে।
ইসলামের কিসাসের বিধানইি শুধুমাত্র খুনীদের স্বাভাবিক মৃত্যু ও তার বংশধরদের রক্ষা করতে পারে।
বিষয়: বিবিধ
১৬১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন