চলে গেলেন তিনি , রেখে গেলেন সকল কিশোরীদের জন্য অনন্য উপমা
লিখেছেন লিখেছেন ঊর্মি ১৪ আগস্ট, ২০১৩, ০৭:৪১:৩৩ সন্ধ্যা
মাত্র সতের বছরের এর এক কিশোরী। এই বয়সেই অন্যায়ের প্রতিবাদ করতে হাজারো মানুষের সাথে অংশগ্রহণ করেছিল রাবেয়া স্কয়ারে ।
সারা পৃথিবীর হাজারো তরুণী যখন এই বয়সে অন্যায় দেখে প্রতিবাদ করার সাহস পায়না , ঘরের কোণে অথবা বয় ফ্রেন্ড এর কুলে বসে সময় পার করে তখন এই কিশোরী সমস্ত বেড়াজাল কে ছিন্ন করে যোগ দিয়েছিল অন্যায়ের প্রতিবাদি রাবেয়া স্কয়ারে ।
১৪ ই আগস্ট পৃথিবীর ইতিহাসে রক্তাক্ত আরেকটা দিন।
এই দিনে মিশরে শত শত শহীদের সাথে ঝরে গেল এই কিশোরী প্রাণ ।
তিনি আর কেও নন,এফজেপি'র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ বালতাজির একমাত্র মেয়ে আসমা।
আল্লাহ উনার এই আত্মত্যাগ কে কবুল করে জান্নাতের সুমহান মর্যাদা দান করুন ।
আমীন
বিষয়: বিবিধ
১৪৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন