শিবির এবং অন্য ছাত্র সংগঠনগুলোর পার্থক্য
লিখেছেন লিখেছেন ঊর্মি ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৫৯:৪৭ দুপুর
অন্যরা বলে পার্টি, আর আমরা বলি সংগঠন।
অন্যরা বলে নেতা, আর আমরা বলি দায়িত্বশীল।
অন্যরা দুনিয়ায় কিছু পাওয়ার স্বার্থে পার্টি করে, আর আমরা আখিরাতের জন্য সংগঠন করি।
অন্যরা করে আন্দোলন, আমরা করি ইসলামী আন্দোলন।
অন্যরা গোঁজামিল দিয়ে তাদের কর্মীদের বুঝ দেয়, আর আমরা যুক্তি দিয়ে বুঝায়।
অন্যরা তাদের নেতা বানায় গালি বেশী জানে এমন লোককে, আর আমরা দায়িত্বশীল বানায় কুরআন-সুন্নাহর জ্ঞান যার বেশী আছে তাকে।
অন্যরা তাদের প্রতিপক্ষকে সময়ে-অসময়ে আক্রমণ করে বাহাদুরি দেখায়, আর আমরা আক্রমণ না করে ধৈর্য ধারন করে বাহাদুরি দেখায়।
অন্যরা বলে ‘একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে’, আর আমরা বলি ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’।
অন্যরা বলে অসাম্প্রদায়িকতা, আর আমরা বলি সাম্প্রদায়িক সম্প্রীতি।
অন্যরা বলে আমরা ‘অমুকের সৈনিক’, আর আমরা বলি আমরা একমাত্র ‘আল্লাহ্র সৈনিক’।
অন্যরা বলে ‘আমার নেতা তোমার নেতা অমুক ভাই তমুক ভাই’, আর আমরা বলি ‘তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা’।
অন্যরা ইলেকশন আসলে নামায পড়ে, আর আমরা আখিরাতে মুক্তির জন্য নামায আদায় করি।
অন্যরা মাজার জিয়ারতের মাধ্যমে তাদের সকল কাজ শুরু করে, আর আমাদের দুঃখ-কষ্ট সব মসজিদে এক আল্লাহ্র কাছে জানায়।
অন্যরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে, আর আমরা ইসলামকে প্রতিষ্টার জন্য আন্দোলন করি।
অন্যরা লাখ টাকা দামের ডজনখানেক গরু দিয়ে তাদের কর্মীদের ভুরিভোজ করায়, আর আমরা ছোট্ট একটা ইফতার মাহফিল করতে গেলেও প্রত্যেক কর্মী থেকে ৫-১০ টাকা করে নিই।
অন্যরা দেশের শত কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েও ‘দেশপ্রেমিক’, আর আমরা নিজেদের টাকায় দেশের জন্য উন্নয়নমূলক কাজ করেও ‘রাজাকার’।
@আব্দুল্লাহ রাসেল ভাইয়ের লেখা
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন