একই বয়সের দুজন কিশোরী...

লিখেছেন লিখেছেন ঊর্মি ২৩ আগস্ট, ২০১৩, ০২:২১:৩৫ দুপুর

একজন ঐশী রহমান... একাধিক বয়ফ্রেন্ডসম্পন্ন এই ইয়াবা, গাঁজা, হিরোইনখোর মেয়েটি নিজের মা-বাবাকে খুন করেছে।

অন্য জনের নাম আসমা আল-বেলতাগি। মিশরের মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির মহাসচিব মোহাম্মাদ আল-বেলতাগির মেয়ে। ক্লাসের ফার্স্টগার্ল এই মিষ্টি মেয়ে চাইলেই হাজারো বয়ফ্রেন্ডের সাথে ঐশীর মত জীবন-যাপন করতে পারতো। কিন্তু তা না করে, কায়রোর রাবা স্কয়ারে নব্য ফেরাউনের বিরুদ্ধে বাবার সাথে একই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। বাবা যখন মঞ্চ কাঁপাতেন, মেয়ে তখন তাঁবুতে তাঁবুতে ঘুরে ইসলামের দাওয়াতের কাজ করতো। কিন্তু একসময় সেনা-বাহিনীর গুলি এসে তার বুক ঝাঁঝরা করে দেয়।

This is the spirit of Islam যা মিসরবাসী পেরেছে তাদের স্ত্রী-কন্যাদের শেখাতে... কিন্তু আমাদের জাফর ইকবাল, রোকেয়া প্রাচী, মিতানুর হক শেখায় প্রেম করতে, প্রাপ্তবয়স্ক হলে ব্লুফিল্ম দেখতে আর খোলামেলা পোশাকে চলাফেরা করতে যাতে লক্ষ লক্ষ ঐশীর জন্ম হয়।

clctd

বিষয়: বিবিধ

১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File