ভুলনা মোরে .......শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুক

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২৫ জুলাই, ২০১৩, ০৯:১১:০৪ রাত



ভুলনা মোরে ওগো প্রিয়ে

রেখনা অন্তর আরালে ,

ভেঙ্গে দিওনা প্রেম

উত্তাল তরঙ্গের ডরে

ওগো প্রিয়ে ভুলনা মোরে ।

জীবনে বাঁধা বিকট ধাঁধা

সংকট সমতরে ,

ভেঙ্গে দিব লাজ মোরা

ভালোবাসার ধাঁরে

ওগো প্রিয়ে ভুলনা মোরে ।

আসুক যত বাদল হাওয়া

অঝর ঝরা ক্লান্ত ধাঁরা ,

তবুও চলিব মোরা

আপনার আপন করে

ওগো প্রিয়ে ভুলনা মোরে ।

ওগো প্রিয়ে এসো শিউলির কাননে

এসো বেলির বাগে

গাথিবো মোরা রজনীর মালা

শ্রীকান্তের ধাঁরে ,

উচ্চ পঞ্চ সিদ্ধ

তুমি গোবরেও সাঁঝাও পদ্ম

তুমি অট্টালিকা মহিমান্বিতা

ভিন্ন রঙ্গের ছন্দ সিঁতা ,

ভুলনা প্রিয়ে ভুলিনা মোরে

ফুল ফোটালে তুমি

মোর আধারও ভুবনে ,

ওগো প্রিয়ে ভুলনা মোরে ।

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File