আজও ভুলের ঘোরে ........শাহ্ সরকার মুহাম্মদ ফারুক
লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ৩০ জুলাই, ২০১৩, ০৮:১৯:১১ রাত
আজও ভুলের ঘোরে চলছে যেন
যেন ভুলের মহাকাল ,
ভুলে ভুলে ভুল হয়ে যায়
গড়ে ভুলের পারাবার ,
ভুল তুমি শুধু ভুলেই হউ স্বচল ।
ভুলের মাঝে ভুলেছি সব
ভুল করে বহু পণ ,
ভুলের মালা গলে লয়ে
হয় ভুলের দিন যাপন ,
ওরে ভুল আজও হউনা সমাপন ?
মাতৃ ভুলে পিতৃ ভুলে
ভুলে রহি ভুলের কোলে ,
ভুল সেও মহাভুলে
ভুলিয়ে রাখে ভোলার ডালে ,
মন ভুলে শুধু ভোলার মাঝে দোলে ।
ভুলের ছন্দ ভোলানন্দ
ভুলিয়ে রাখে ভালো মন্দ ,
ভুলে ভোলার হয়ে দন্ধ
ভুলিয়ে দেয় শোভানন্দ ,
এতো ভুল শত ভুলের তালানন্দ ।
মাতাল বেতাল ভুলের ভোলা
ভুলে যায় সে কানন বেলা ,
অসুর করে সাম্য বিধান
সত্যের ঘরে রেখে তালা ,
ভুল বড়ই ভুলের ভোলাবালা ।
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন