আবার চলবো ......শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুক

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২৮ জুলাই, ২০১৩, ০২:১৮:৫০ দুপুর



বহু দূর চলছি

হয়ে দুরন্ত পথ যাত্রী ,

বহু সংঘাত হেঁকেছি

হয়ে হুঁশিয়ারির ঘাটে শান্ত্রি ।

যেতে যেতে পথে

দেখা হল মরীচিকার সাথে ,

তারে বুঝিতে চাইনা

থাকুক সে আলেয়ার রথে ।

সদ্য প্রাচীর ভাঙ্গি

সভ্যতার সদ্য বলে ,

পথ চলছি পথ চলছি

অবিরাম সভ্যতার দলে ।

দেখা হল এবার

কিছু স্বপনের বাড়িধাঁর ,

লুকোচুরি করে তারা

যেন আপনার পরিবার ।

চলছি কোন এক অজানা রথে

অজানা উদ্ভাস্ত কোন ঘাটে ,

দেখা হল কলতানের

কিছু কথা হল শ্যামল ভরা মাঠে ।

একটু থামি এবার

আবার চলবো কোনও কালে ,

একটু জিরিয়ে নেই

বসে তমালের ডালে ।

https://www.facebook.com/ojana.nogory

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File