ভারতীয়দের বলতে ইচ্ছে হচ্ছে ,''দেখ বেটা দেখ,তোরা যাদের নিয়ে গর্ব করিস তাদের শেকড় বাংলাদেশে, তোরা গর্ব করিস আমাদের সম্পদ নিয়ে''
লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ০২ আগস্ট, ২০১৩, ০৭:২০:৩২ সন্ধ্যা
নিচের এই জনপ্রিয় মানুষদের ঠিকানা গুলো একটু পড়ুন প্লীজঃ-
---(নাম ও জন্মস্থান)---
*সুচিত্রা সেন (অভিনেত্রী) - দিলালপুর,পাবনা
*মিঠুন চক্রবর্তী (অভিনেতা) -গৌরনদী,বরিশাল
*অমর্ত্য সেন(নোবেল বিজয়ী) -মানিকগন্জ
*মিতালী মুখার্জি(কণ্ঠ শিল্পী) -কীর্তনখোলা,বরিশাল
*সত্যজিত্ রায়(সাহিত্যিক)- কিশোরগন্জজেলার
*কটিয়াদি থানার মযুয়া গ্রাম ।তার পিতা কবি সুকুমার রায় ।তার পিতামহ উপেন্দ্রকিশোর রায়
চৌধুরী কিশোরগন্জ থেকে কলকাতা গিয়ে বাড়ি করেন ।
*জ্যোতি বসু (সাবেক মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গ, ভারত)
-পৈতৃক বাড়ি নারারায়ণগন্জ জেলার সোনারগাঁয়ের
বারদী গ্রাম ।
*জয়া বচ্চন (জয়া ভাদুরী) -নেত্রকোনা জেলার
পূর্বধলা উপজেলার রাখবেড় গ্রাম
*ওস্তাদ আলাউদ্দিন খাঁ -ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর ।
*পন্ডিত রবিশংকর -যশোর ।
*বাপ্পি লাহিড়ি- (শিল্পী ও সঙ্গীত পরিচালক) -চট্টগ্রাম
এই তথ্য গুলো পড়ার পর বলতে ইচ্ছে হচ্ছে ,''দেখ বেটা দেখ,তোরা যাদের নিয়ে গর্ব করিস তাদের
শেকড় বাংলাদেশে, তোরা গর্ব করিস আমাদের সম্পদ
নিয়ে''
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন