অনেক মজা পাবেন !!
লিখেছেন লিখেছেন মুক্তবাতাস ২৫ জুলাই, ২০১৩, ০৯:০০:৩৩ রাত
শুনেন শুনেন, আরে থামেন, কি বলি, পড়েন পড়েন !!!
বাংলাদেশ গবাধি আওয়ামীলীগ ট্রাইব্যুনালের কিছু কার্যবিধি পড়ি আসেন,
* আমরা এখানে ন্যায়বিচার করতে বসিনি, সরকার বানাইছে তাই সরকারের হয়ে বিচারে বসেচি,
* সরকার গেছে পাগল হইয়া, তারা শুদু রায় চায়,
*আরে সাইদির ওইটা কে বিচার বলে নাকি, এটা হল গ্রাম্য সালিশ,
* আমি দারায়া যামু, আপনি ধমক দেবেন , আমি বসে যাবো,
* আগে বড়টাকে ধরতে হবে, তাহলে জামায়াত কে ফাসানো যাবে,
*কালা জাহাঙ্গির আবার বিচারক হল কবে, এটা ছোট মন্ত্রী কৌটা,
*জহির উদ্দিন কে কইছি প্রমোশন দিবে, সিনহা দাদা এসব করবে,
* আমাকে কইছে ৩ টা ফাসির রায় দিয়ে দিলে আপিল বিভাগে নিয়ে যাবে,
* এই সপ্তাহে একটা ফাঁসি, আগামী সপ্তাহে আরেকটা,
*শাহবাগ আন্দোলন আগে হইলে কাদের মুল্লার ও ফাঁসি হইত,
*বিচারকদের উচিত জনগনের দাবী মেনে রায় দেয়া,
.................. ইত্যাদি ইত্যাদি,
এখন দেখি রায় সমূহ ঃ
* ফরিদপুরে অবস্থান করে ঢাকায় ৪৩০ জন কে হত্যা, ( এই বন্দুক না জানি কত বড়)
* যুদ্ধের সময় সাধারন ছাত্র থাকা অবস্থায় পাকিস্থান বাহিনীর কমান্ডার ,
* যুদ্ধের সময় বাম রাজনীতি করে মুক্তিযুদ্ধে ট্রেনিং নিয়ে ও , এখন জামায়াত করায় অপরাধি,
*৪৩০ জন কে হত্যা প্রমানিত (!!) হওয়ার পর ও যাবত জীবন, হাহাহা,
*যুদ্ধের পড়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরা লেখা করে পড়ে উদয়ন বিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন,
*সাক্ষ্যি ছিনতাই করে তার ভাইয়ের হত্যার অপরাধি হিসেবে প্রমানিত,
*সকল চোর ডাকাত ভুয়া মুক্তিযুদ্ধাদের সাক্ষী হিসেবে গ্রহণ , আর সেক্টর কমান্ডারদের আসামীর পক্ষে সাক্ষ্যি না দেওয়ার জন্য সাক্ষী লিমিটেশন,
* যুদ্ধের সময় কোন রাজনৈতিক ব্যাক্তি না হয়ে পরবর্তিতে জামায়াত করায় ফাসির আদেশ,
*১৭/১৮ বছরের বালক হয়ে গেল বৃহত্তর ময়মংশিংয়ের পাকিস্থান বাহিনীর কমান্ডার, মুক্তিযুদ্ধাদের যুদ্ধ হয়েছে এই বালকের সাথে,
* এই বালক একা ২৭০ জন নারীকে বলৎকার করেছে বলে বিজ্ঞ বিচারক গন প্রমান পেয়েছেন,
* প্রত্যক্ষ বা পরোক্ষ কোন অপরাধে পাওয়া যায়নি, তার পর ও দোষী, সাবারস বিচারপতি,
* একজন রাজনীতিবিধ হয়ে উনি নাকি সেনাবাহিনির সকল কিছু করেছেন, প্লান, ষড়যন্ত্র, হত্যা , আর পাকিস্থান সেনাবাহিনী বসে আঙ্গুল চুষছিল,
*ফরিদ পুরের শান্তি কমিটির সদস্য নাকি প্রমানিত হয়েছে ততকালিন ছাত্র থাকা অবস্থায়, তবে শান্তি কমিটির সভাপতির কোন দোষ নাই, কারণ উনি আত্মীয়,
যাদের বিরুদ্ধে ৪২ বছরে একটি মামলা ছিলনা, তারা আজ অপরাধি, আর এই ৭ জন বাংলাদেশের জাতির পিতার হিসাব অনুযায়ী ৩০ লাখ হত্যা আর ২ লাখ নারী বলৎকার করেছেন,
সাব্বাস বিচারক গন, আপনারা ই পারবেন, আর এই গবাধি ট্রাইব্যুনালের মান রক্ষা করতে,
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন