স্লো পয়জনিং কাকে বলে , জেনে নিন

লিখেছেন লিখেছেন মুক্তবাতাস ১৪ মার্চ, ২০১৩, ০৬:৪২:৫১ সকাল

ছোট ভাইয়ের বই দেখলাম ইসলাম ও নৈতিক শিক্ষা ! ইসলাম কি নৈতিকতা বিরোধী শিক্ষা দেয় যে আলাদাভাবে নৈতিক শিক্ষা দিতে হবে নাকি ইসলাম ও নৈতিকতা সাংঘর্ষিক ! চারুকারুকলা আলাদা বই দেখলাম চারুকারুর জন্য পূর্ণাঙ্গ বই আর ইসলাম শিক্ষার জন্য অর্ধেক হয়ে গেল ! পাঠ্যক্রমের দায়িত্বে থাকা কবীর চৌধুরীর অধস্তনদের কাছে এর চেয়ে বেশী অবশ্য আশাও করিনি তবে আশংকা হচ্ছে এদের ইসলাম এলার্জির কারনে একসময় হয়ত ইসলাম শিক্ষা বইয়ের নাম হয়ে যাবে নৈতিক শিক্ষা যুক্তি দেয়া হবে ইসলাম ও নৈতিকতা তো সমার্থক শব্দ চারিদিকের খেকশিয়ালরা বলে উঠবে তাইতো তাইতো ! কিন্তু এখন যদি বলা হয় দুইটা সমার্থক শব্দ একসাথে দেওয়ার দরকার কি ? তারা ঠিকই চুপ ! আসলে এদের লক্ষ দেশ থেকে ইসলাম শব্দটাকে উত্‍খাত করা মিনারের বদলে ভাস্কর্য তৈরী করা , নৈতিকতা দিয়ে ইসলামকে প্রতিস্থাপিত করা কিন্তু ইসলাম শুধু নৈতিকতার নাম নয় নৈতিকতা ইসলামের একটা ছোট টার্ম আর সামগ্রিকভাবে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা । এটা সবাই যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল

ইসলাম শিক্ষা বইয়ের নাম কেন ইসলাম ও নৈতিক শিক্ষা হবে ?

ইসলামে কি নৈতিকতা নেই ?

নাকি নৈতিক শিক্ষার নামে শিশু ও সবার মনে ইসলামের সাথে সমার্থক হিসেবে নৈতিক শিক্ষার নাম জোরে দেয়ার চেষ্টা, যাতে ইসলামের প্রতি মানুষের সম্পর্ক হালকা করার কাজের ১ম ধাপ, যাতে একসময় ইসলাম কে বাদ দিয়ে শুধু নৈতিক শিক্ষা বই বানিয়ে নেয়া হবে,

যেভাবে মুসলিম লীগ হতে আওয়ামী মুসলিম লীগ, তারপর মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু আওয়ামীলীগ বানানো হয়েছে,

কাজী নজরুল ইসলাম একাডেমীর নাম বদলে শুধু নজরুল একাডেমী করা হয়েছে,

আসলে সরকার আসতে আসতে আমাদেরকে তাদের ধর্মনেরপেক্ষতার নামে ধর্মহিনতার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে ই এসব করছে, সবাই এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ান,

আর সরকারের এই হীন কাজ সবার আগে জামায়াত শিবির ধরে ফেলার কারনে ই সরকার এদের বিরুদ্ধে তাদের সকল ক্ষমতা ব্যবহার করছে, যখন এই দেশে ইসলামী একাডেমী , ইসলামি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ইসলামী ব্যংক, বীমা , হসপিটাল, ইসলামি সঙ্গীত, সংস্কৃতি, কৃষ্টি কালচার, ইসলামী শিশুদের কারিকুলাম এসব নিয়ে জামায়াত কাজ করছে যা দেখে নাস্তিকরা সয্য করতে পারেনি, তাই সরকার সবার আগে াদেরকে ধ্বংস করতে চায়, কারণ শয়তান জানে কাকে ধ্বংস করলে তার পথ সহজ হবে, আর শয়তানের এই কাজ করছে আওয়ামীলীগ ও তার নাস্তিক সহকর্মিরা,

' শয়তান ও কৌশল করে আর আল্লাহ ও কৌশল করেন , তবে আল্লাহর কৌশল ই সর্বশ্রেস্ট্র', ।।

বিষয়: বিবিধ

১৮২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File