ঐ তাঁরা ......শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুক

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২৩ জুলাই, ২০১৩, ০৮:৪৫:৩০ রাত



ঐ আকাশের তাঁরা

ঝিল মিলিয়ে বয়ে আনছে স্বর্ণ ধাঁরা ,

তারা মুক্ত তারা শান্ত

কোলাহল নেই ,

নেই দুরান্ত

নেই কপটতা ,

আছে মঘ্নতা

ওরাই প্রদীপ্ত ঘিরে আছে শাখায় শাখা ।

হে ছন্দ সিঁতা ঊর্ধ্ব পাতা

আজ বাঁজাও তোমার ঝংকার

মেলো আশ্রয় পাখা ,

মুক্ত মুঞ্চে ঊর্ধ্ব গগণে

ভেসে বেড়াও নবীন কোমলে ।

মোরাও আজ মুক্ত সাঁঝে

কোলাহল নেই আজ মোদেরও মাঝে ,

অনলের ধাঁরা উল্টে দিয়ে

এনেছি বসন্তের ধাঁরা ,

এসেছি আজ তোমাদের বসন্তের বাহারে

মিলায়ে নেও হে

তোমাদের পথিক করে ,

ঘুচিয়ে আঁধার মোদের

এনেছি আলোতে

মনে আজ ভিন্ন সাঁঝ

মিসে যাবো একাকারে ।

বিষয়: বিবিধ

৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File