শাহবাগ আসলে যুদ্ধপরাধীদের চেয়ে আমাদের মত সাধারণ ব্লগারদের বেশি ক্ষতি করেছে।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৩ জুলাই, ২০১৩, ০৮:৩০:১৯ রাত



বছরের পর বছর ব্লগ লিখেছি । সম্মান দুরে থাক আজ এমরান এইচসহ কিছু কুলাঙ্গারের জন্য মানুষের কাছে ব্লগার পরিচয় দিতেই কুণ্ঠাবোধ করতে হয়। সেদিন আমার কাছের একজন হুজুর ভাই কে যখন বললাম ভাই আমি ব্লগ লিখি ব্লগার।

তিনি বিস্ফোরিত চোখে তাকালেন।

মনে হলো খুব আহত হয়েছেন।

কি করবো ব্যাগ থেকে লাপটপ বের করে তাকে আমার লেখা ব্লগ পড়িয়ে শোনালাম। সে বললো, আলহামদুলিলালাহ। ভাই আপনিতো ভালো লিখেন।

আমি তাকে অনেক কষ্টে বোঝাতে সক্ষম হলাম যে ব্লগার মানেই নাস্তিক নয়। ব্লগার মানেই শাহবাগে গিয়ে গঞ্জিকা সেরবনকারী নয়।

বরং প্রিয় ধর্ম আর নিজদেশের ভালো মন্দ তুলে ধরে এমন ব্লগারই বেশি।

সে খুশি হলো।

কিন্তু কথা হলো এভাবে কয়জনকে বোঝানো যাবে?

শাহবাগ আসলে যুদ্ধপরাধীদের চেয়ে আমাদের মত সাধারণ ব্লগারদের বেশি ক্ষতি করেছে।

আমরা আজ আগের মত বুক উচিয়ে বলতে পারিনা যে ব্লগার আমি।

অথচ আমি ব্লগের জন্য কত সময় দেই। মাস শেষে নেটের বিল দেই।

কি এক নেশায় আচ্ছন্য থাকি।

আমার ভালোবাসার জায়গা ব্লগ। ফেসবুক। কত গুনি জ্ঞানি বন্ধুদের পেয়েছি।

কিন্তু এমরান আর থাবা বাবা আমাদের অনেক নিচে নামিয়ে দিয়েছে এখান থেকে উঠতে সময় লাগবে।

ধন্যবাদ অর্ণব দা।

বিষয়: বিবিধ

১৩৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File