আজ বিশ্ব পানি দিবস ! ধনীর পানির অপচয়, গরিবের টানাটানি
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২২ মার্চ, ২০১৭, ০৫:২৭:২১ বিকাল
ঢাকায় সচ্ছল একটি পরিবার শুধু টয়লেটের কমোড ফ্ল্যাশ করে দিনে যতটা পানি খরচ করে, তা দিয়ে বস্তির একটি পরিবার খাবার-রান্না-গোসলসহ সব কাজ চালায়।
অথচ দুটি পরিবারকে একই দামে সরকারের কাছ থেকে পানি কিনতে হয়। ওয়াসার এই পানিতে ধনী ও নিম্নবিত্ত পরিবার ভেদে সরকারের ভর্তুকিতে কোনো বেশি-কম নেই। ধনী পরিবারটি ফেলে-ছড়িয়ে পানির অপচয় করার সুযোগ পায়। বস্তির পরিবারটি অনেক হিসাব করে প্রয়োজন মেটায়।
ঢাকার পানি সরবরাহকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান ঢাকা ওয়াসার তথ্য এবং নগরবাসীর পানি ব্যবহারের মানদণ্ড বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য বর্জ্য পানির পুনর্ব্যবহার। মানে অপচয় প্রতিরোধ।
বিষয়: বিবিধ
৮০৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন