$$$ টাকা $$$
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২২ মার্চ, ২০১৭, ০৬:২৮:৪৯ সন্ধ্যা
টাকা দিয়ে চেয়ার কেনা যায়
যায় হওয়া যায় চেয়ারম্যান
মন্ত্রী,এমপি চাইলে হতে
টাকার মাঝেই কর ধ্যান।
-
টাকা দিয়ে যায় হওয়া যায়
ওয়াজ মাহফিল,সভার পতি
নেইতো টাকা দুর হয়ে যাও
হওনা তুমি যতই সতী।
-
টাকা হলেই ইঞ্জিনিয়ার
হয় ডাক্তার এম বি বি এস
টাকা দিয়েই হতে পারো
মন্ত্রী, আমলার পি এস।
-
টাকা দিয়ে হয় মাতব্বর
বিচারক হয়ে খায় টাকা
গাঁ'য়ের মানুষ সমীহ করে
টাকাবিহীন হয় ফাঁকা।
-
টাকা চলে সবখানে আজ
টাকাই হলো শক্তি
টাকার মাঝেই মান সম্মান
টাকাই আসল ভক্তি।
বিষয়: বিবিধ
৭৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Making money all the time
মন্তব্য করতে লগইন করুন