ইদানীং লিটল ম্যাগের স্বাধীনতা দিবস -২০১৭ সংখ্যা ...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২২ মার্চ, ২০১৭, ০৭:৫৮:৪৪ সন্ধ্যা
সম্পাদকীয় কলাম
১.
সমস্ত প্রশংসা পরম করুণাময়ের জন্য। যার একান্ত দয়ায় ইদানীং এর ৫ম সংখ্যাটি আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি। মহান স্বাধীনতার মাসে বীর শহীদদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা। অস্থিতিশীল সমগ্র বিশ্ব, প্রিয় জন্মভুমিও তার থেকে ব্যতিক্রম নয়। নিরবিচ্ছিন্নভাবে লিটল ম্যাগাজিনের মত নিরস একটি প্রকাশনা চালিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়। তারপরও সাহিত্যানুরাগী একদল আশাবাদী তরুণের নিঃস্বার্থ ভালবাসায় “ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্র-চট্টগ্রাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিরলসভাবে। সাহিত্য-সংস্কৃতির চর্চা তো পৃষ্ঠপোষকতা ছাড়া অকল্পনীয়। সাহিত্যপ্রেমীদের শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতিমুখী করার নিরন্তর প্রয়াস আগামীতেও অব্যাহত থাকার লক্ষ্য থেকে একচুল ও বিচ্যুতি ঘটবে না আশাকরি। নতুন লিখিয়েদের জন্য এবারেও বেশি অনেক জায়গা ছেড়ে দিয়েছি। নতুনরা লিখতে থাকুন, আপনার সেরা লেখাটি অবশ্যই ইদানীং পরিবার মূল্যায়ন করবে।
২.
প্রখ্যাত কবি জহুর-উশ-শহীদ এবং একুশে পদকপ্রাপ্ত লেখিকা জুবাইদা গুলশান আরার মৃত্যুতে ইদানীং পরিবার গভীর শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাজ্ঞাপন এবং আল্লাহর দরবারে তাদের উত্তম প্রতিদানের মুনাজাত করছি।
৩.
বিজ্ঞজনোচিত পরামর্শ ও গঠনমূলক সমালোচনা আমাদেরকে সমৃদ্ধ এবং পরিশীলিত করবে। প্রকাশনার সাথে জড়িত সকল লেখক, কবি, ছড়াকার, গল্পকার, শুভাকাঙ্খী এবং বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছাসহ সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি আল্লাহতায়ালার কাছে।
নিবেদক-
সম্পাদক...
ইদানীং লিটল ম্যাগের স্বাধীনতা দিবস -২০১৭ সংখ্যার সম্মাণিত লেখকবৃন্দ ....
সবাই শুভেচ্ছা অভিনন্দন!
প্রবন্ধ :
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম
ইলিয়াস বাবর
আরিফ আজাদ
জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত
কবিতা:
ইউসুফ কবিয়াল
এম মোস্তাকিম বিল্লাহ
সেলিম উদ্দিন
দালান জাহান
ফখরুল হাসান
মীর রবি
সফিউল্লাহ আনসারী
শাহ মোহাম্মদ নেয়ামত উল্লাহ
মেহেদী হাসান
রিজবাহ উদ্দিন রিজবী
তাসমিয়া জান্নাত
শিশির মোর্শেদ
জান্নাতুল ফেরদৌস সোনিয়া
ফাতেমা তুজ জোহরা
আলাপচারিতা:
জুলফিকার শাহাদাত
ছড়া:
আসাদ বিন হাফিজ
আহাদ আলী মোল্লা
রিয়েল আবদুল্লাহ
জুলফিকার আলী
আলমগীর কবির
লিটন কুমার চৌধুরী
বেড়ানো:
আলমগীর ইমন
গল্প:
মির্জা মুহাম্মদ নুরুন্নবী নূর
রুমান হাফিজ
মো. সোলায়মান শিপন
মো. আতাউল করিম
খোরশেদ মুকুল
হামিদ হোসাইন মাহাদী
মকছুদ ওসামা
বই আলোচনা:
অনিত্য চৌধুরী
নতুনদের আঙিনা:
সাইদুল ইসলাম
আবদুল হাকিম
মো. নুর উদ্দিন
জাহেদুর রহমান সোহাগ
তারিক আল জিয়াদ
সাইফুল ইসলাম
শাওন তাহসান
সৈয়দা তাসমিয়া তাহসিনা
কাজী নাইমুল হাসান
আ ম ও তানভীর সিকদার
সাঈদা লুবাবা
ইসতিকার ফারুকী তোহা
মুহাম্মদ তাফহীমূল ইসলাম
আরিয়ান বিশ্বাস
======
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সাফল্য কামনা করে দোয়া করি ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন