নাজনীন আক্তার হ্যাপীর শেষ আকুতি !!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ০৫:৩৮:৪৮ বিকাল

শোবিজ আঙ্গনের আলোচিত ও সমালোচিত মডেল, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। ক্রিকেটার রুবেলের সঙ্গে সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। এরপর হঠাৎই শোবিজ দুনিয়া থেকে হারিয়ে গেলেন। বেছে নেন ধর্মকর্মের পথ। এরপর থেকে অামূল পরিবর্তন। এক সময়ের আলোচিত অভিনেত্রী এখন হিজাবী ও ধর্মপরায়ণ নারী।

মিডিয়া ছেড়ে দূরে সরে গেলেও বিতর্কিত তাকে ছাড়েনি। তবে এখন তিনি বিয়ে করে সংসার ধর্মে মনোযোগী হয়েছেন। শোবিজ এড়িয়ে চলেন সার্বিকভাবেই। এবার তিনি সত্যিকারের মানুষরূপে পর্দায় দেখা দিয়েছেন! আর তাই ভক্তদের কাছে শেষবারের মতো একটি আকুতি জানিয়েছেন এই অভিনেত্রী।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার দেশজুড়ে ২৭টি হলে মুক্তি পেয়েছে তার শেষ ছবি। নাম ‘সত্যিকারের মানুষ- রিয়েল ম্যান’। ছবিটি পরিচালনা করেছেন বদরুল আমিন। ছবিতে হ্যাপীর নায়ক কংকন। আরো রয়েছেন সনিয়া, আলীরাজ, সুচরিতা, রেহেনা জলি, অমিত হাসান, ইলিয়াস কোবরাসহ অনেকে।

ছবির নির্মাতা বদরুল আমিন বলেন, প্রযোজক হুট করে ‘সত্যিকারের মানুষ’ ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। খুব বেশি প্রচার না হলেও রোমান্টিক-অ্যাকশন গল্পের এই ছবিটি সকলের কাছে ভালো লাগবে বলে বিশ্বাস করেন তিনি।

‘সত্যিকারের মানুষ’ ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবির নৃত্য পরিচালনা করেছেন একে আজাদ। এর তিনটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, বেলাল খান, সিথি, কিশোর ও মুন।

এদিকে `সত্যিকারের মানুষ’ ছবিটি বন্ধ করে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন নাজনীন আক্তার হ্যাপী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘শুনলাম আমার পূর্বের করা একটি সিনেমা রিলিজ হতে যাচ্ছে। যতদূর মনে পড়ে সেটার শ্যুটিং হয়েছিল ২০১৪ সালে। আমার এত পরিমাণ টাকা বা ক্ষমতা নেই এ সিনেমা রিলিজ হওয়া বন্ধ করে দেয়ার। যদি কারো ক্ষমতা থাকে সিনেমাটি বন্ধ করার, তাহলে আল্লাহর জন্যই বন্ধ করে দিন। এর বিনিময়ে অবশ্যই আল্লাহ উত্তম কিছু দিবেন ইনশাআল্লাহ।’

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382018
২৫ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:৩২
হতভাগা লিখেছেন : উনি সিনেমা ছাড়লেও সিনেমা উনাকে ছাড়েনি
382020
২৬ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১২:৪০
Mujahid Billah লিখেছেন : এটাই ছিল পাপের শেষ পরিনাম !!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File