পিলখানা হত্যাকান্ড
লিখেছেন লিখেছেন মোঃআবদুর রহমান নাঈম ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ০৮:০৩:৫৩ রাত
কতটুকু অশ্রুগড়ালে এ হৃদয় জলে সিক্ত??
কতো প্রদীপ শিখা জ্বালালে জাতি হবে আলোকিত??
..
২৫শে ফেব্রুয়ারি ২০০৯ নিমিষেই ৫৭টি তাজা প্রান জাতির সূর্য সন্তানদের হত্যা।সেই পিলখানা হত্যাকান্ডে ৫৭জন সেনা অফিসার সহ মোট ৭৩জনকে হত্যা করা হয়।হতিহাসের পাতায় আরো একটি কালো অধ্যায় হলো রচিত।
..
পিলখানা হত্যাকান্ডে নিহতদের স্বজনরা হারিয়েছিল তাদের আপনজন তাই তারা অশ্রুসিক্ত। কিন্তু এ জাতি কি হারিয়ছে???
এই ৫৭জন সূর্যসন্তান ছিল এ জাতির মেরুদন্ডের একএকটি অংশ
..
আমরা প্রদিপ শিখা জ্বালিয়েছি, আমরা বুকের পাশে, বাহুতে, জাতিয় পতাকার সাথে কালো পতাকা ঝুলিয়েছি কারন আমরা শোকাহত।
..
কিন্তু আমাদের জাতির মেরুদন্ডের যে ক্ষয় হয়েছে তা কি আমরা পূরন করতে পেরেছি????
..
যে সেনাবাহিনী ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি, অহংকার, গর্ব, সেই সেনাবাহিনীর চরম অবনতি সবার লক্ষনিয়।
..
সীমান্তের সেই বিডিয়ারের সকল পর্যায়ে আনা হলো পরিবর্তন।জাতি বলে সীমান্তের বাঘ নাকি তখন থেকে রাজপথের বিড়াল হয়ে গেছে।
..
জাতির হৃদয়ে আজো ঝুলবে কালো পতাকা, মেরুদন্ড ক্ষয়ের কালো পতাকা।
বিষয়: বিবিধ
৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন