আজ আমার জন্মদিন- ১৯ জানুয়ারি :-)

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৯ জানুয়ারি, ২০১৬, ০২:৩২:৩৫ দুপুর

আজ আমার জন্মদিন !! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। অনেকটাই বড় হয়ে গেছি। অনেক পথ পাড়ি দিয়েছি, অনেক কিছু দেখেছি, অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেকের সাথে অনেক রকম বন্ধনে আবদ্ধ হয়েছি, অনেক মজার সময় পার করেছি, অনেক কষ্টের সময়ও পার করেছি। হরেক রকম ঘটনার সাক্ষী হয়েছি, নিজে থেকে অংশগ্রহণও করেছি।

এর ধারাবাহিকতায় দেখতে দেখতে দিন গড়িয়ে সাপ্তাহ, সাপ্তাহ গড়িয়ে মাস, আর মাস গড়িয়ে যাচ্ছে বছর! জন্মদিন একটা মাইল ফলক, জীবন চলার পথের প্রতীক। জন্মদিন মানে সেই প্রতীক দেখেই মনে পড়ে, গেল আরো একটা বছর গেল! কিন্তু আসলে কি! পৃথিবী থেকে বিদায়ের পথে দেখে যাওয়া বছরের মাইল ফলক জন্মদিন দেখে আমি আসলে এখন আর খুশি হতে পারি না! অথচ দিন যত যাচ্ছে, এই জন্মদিন নিয়ে মাতামাতি আরো বেশি হচ্ছে! সবাই খবর পেয়েই যাচ্ছে!

জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে, ধন্যবাদ অনেক ধন্যবাদ। জন্মদিনের মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের কবিতা আমাকে উপহার দেওয়ার জন্য, বাহ্ অনেক ভালো লাগলো সব গুলো লিখা পড়ে, আপনাদের সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ।

অবশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে এই ছোট্ট জীবনের আমার সব আশা আল্লাহ্ পূর্ণ করে দেয় ।এবং আল্লাহ্ পাক আমাকে ও আপনাকে ভালো, ও সুস্থ রাখেন !!!

বিষয়: বিবিধ

১৬৯১১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357283
২০ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:২০
বিবর্ন সন্ধা লিখেছেন : আললাহ আমাদের সবাইকে বেদাতি দিবস পালন করা থেকে হেফাজত করুন.. আমিন. Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File