আজ ৩০ জুন শহীদ আরমান দিবস।
লিখেছেন লিখেছেন Mujahid Billah ৩০ জুন, ২০১৪, ০৩:১৯:৫৭ দুপুর
১৯৯৪ সনের ৩০ জুন কুখ্যাত নাস্তিক
লেখিকা তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলনে তত্কালীন
বি এন পি সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর নির্মম
ব্যুলেটে কিশোর গঞ্জের রাজপথে রক্তে রঞ্জিত
দেহে ইতিহাসের চির স্বাক্ষী হয়ে শাহাদাতের
অমীয়সুধা পান করলেন আমাদের প্রিয় ভাই কিশোর
গঞ্জ জেলা স্কুলের মেধাবী ছাত্র
শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের
কর্মী কিশোর আরমান।
হে দয়াময় আল্লাহ!
আমাদের এই ভাই সহ ইসলামী আন্দোলন
সংগ্রামী যারাই শহীদ হয়েছেন সকল শহীদ গণদের
সর্বোচ্চ শহীদি মর্যাদা দান করো।
" এই দেশ মুসলমানের,এই দেশ ইসলামের,এই দেশ
ইসলামী রাষ্ট্র হবে "
------শহীদ আরমান।
কথা গুলো লিখেছিনের নিজের ডায়েরীতে যেইদিন শহীদ
হয়েছিলেন ঐদিন সকাল ৮ টার সময়।হে আল্লাহ
তুমি কিশোর শহীদ আরমানের এই স্বপ্নকে বাংলার
সবুজ চত্বরে বাস্থবায়ক করে দাও।
হে শহীদ আরমান,
তোমার প্রতি রইল আমাদের শস্রদ্ধ সালাম ও বিনম্র
শ্রদ্ধাঞ্জলী।
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জীবিত অবস্থায় প্রতিটি কাজে যেন সত্যের সাক্ষ্য দিতে পারি - আর মৃত্যুটা যেন হয় শহীদের...প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একান্ত বাসনা ছিল ওটাই!
সামান্য দু টাকার চটি লেখিকা এই সুবাদে এখন দেশ বিদেশে ঘুরে বেড়ায় ।
মন্তব্য করতে লগইন করুন