মডু মামার বদনা চুরির চিন্তা

লিখেছেন লিখেছেন বদনা চোর ৩০ জুন, ২০১৪, ০৩:৩২:২২ দুপুর

দীর্ঘ পাঁচদিন হইলো ব্লগে নিক লইলাম। এখনো প্রথম পাতার পারমিশনের পাত্তা নাই। At Wits' End বিষয়টা বিশিষ্ট সমাজ সেবক সম্মানিত বদনা চোরের জন্য প্রাসটিজ অবনতি সুচক।

ইতিমধ্যেই বিডিব্লগ জাতির অনুরোধে(?) মডু মামার বদনা চুরির চিন্তাভাবনা চলছে। আর বেশি দিন ওয়েট করা যাইবেনা, কোন ভাবেই না। প্রাতভোরে নিভু নিভু ঘুমকাতুর নয়নে প্রকৃতকর্ম সাধনের পর যখন প্রিয় বদনা হাতের কাছে না পাবে তখন নিশ্চই বদনা চোরের কদর বাড়বে।

আর এই সম্ভাব্য বিপদের হাত থেকে রেহাই পেতে অনতিবিলম্বে বদনা চোরকে প্রথম পাতায় লেখা প্রকাশের ও মন্তব্য করার পারমিশন দেওয়া হোক।

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File