বদনা বিক্রি বৃদ্ধির পায়তারায় "হু" এর রিপোর্ট
লিখেছেন লিখেছেন বদনা চোর ০৩ জুলাই, ২০১৪, ০৫:৪৯:২৬ বিকাল
খোলা জায়গায় মলত্যাগের শীর্ষে ভারত : হু’র প্রতিবেদন
ভারতের ৬২ কোটি ৬০ লাখ মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করে। দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘ দ্য হিন্দু’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র দেয়া পরিসংখ্যানের ভিত্তিতে এ খবর দিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে- বিশ্বে যারা খোলা জায়গায় মলত্যাগ করে তাদের ষাট শতাংশের বসবাস ভারতে। হু’র হিসাবে-খোলা জায়গায় মলত্যাগের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া এবং দেশটির ছয় কোটি ৩০ লাখ মানুষ নিয়মিত এ কাজ করে থাকে।
চলতি বছর প্রকাশিত ইউনিসেফ এবং হু’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে বিশ্বে ৯৪ কোটি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেছে। এ জনসংখ্যার বড় অংশই গ্রামে বাস করে। অবশ্য, ১৯৯০ সালের তুলনায় খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস ছেড়েছে বিশ্বের ২৩ কোটি ৪০ লাখ মানুষ। প্রতিবেদনে বলা হয়েছে “এখনো যারা এ অভ্যাস ধরে রাখতে বাধ্য হয়েছে তারা ভারতসহ বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের অধিবাসী।”
ভারতের ২৪ লাখ গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র ২৪ হাজারে খোলা জায়গায় মল ত্যাগের অভ্যাস পুরোপুরি দূর হয়েছে। ভারতের নয়াদিল্লিভিত্তিক সংস্থা ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট’র মহাপরিচালক সুনিতা নারায়ণ বলেছেন, “দ্রুত উন্নয়নশীল ভারত নিজ মলমূত্রে তলিয়ে যাচ্ছে।” বিজ্ঞান বিষয়ক বিখ্যাত গবেষণা সাময়িকী ‘নেচার’ এর ১৪ জুন সংখ্যায় প্রকাশিত এক মন্তব্যে তিনি এ কথা বলেছেন।
অবশ্য, ভারত সরকার আগামী এক দশকের মধ্যে খোলা জায়গায় মলত্যাগ পুরোপুরি বন্ধের পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া, গ্রামে ল্যাট্রিন তৈরির খরচ চার হাজার ছয়শ’ রুপি থেকে বাড়িয়ে ১০ হাজার করেছে ভারতের অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি।
চুরির উৎসঃবিডি২৪লাইভ ভায়া বিডিম্যাগাজিন
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন