মানুষরা রাজকুমারীকে এক পলক দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতো !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৭ মে, ২০১৪, ০৪:১৬:২১ বিকাল
এক ছিল রাজকুমারী, রাজকুমারী এতই সুন্দরী ছিল যে, সে নিজে নিজের সুন্দরের প্রেমে পড়ে যায়, তাঁর রূপ সৌন্দর্য তাঁকে বিমোহিত করে তোলে, আয়নার সামনে দাঁড়ালে আয়নাকে লক্ষ্য করে বলত, হে আয়না তুমি আমার সৌন্দর্যের তুলনায় একবারেই
ম্লান, আর যখন ফুল বাগানে যেত তখন ফুলকে বলত তোমরা আমার রূপের অপেক্ষা একেবারেই নগণ্য, নিজের ঢোল নিজেই পিটায় যা বলে আরকি , মানুষরা রাজকুমারীকে এক পলক দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতো, এত কিছুর পরও নিজের রূপ সৌন্দর্যকে আরও সৌন্দর্য বৃদ্ধি করার থাকতো হরেক রকমের প্রসাধনী । প্রসাদ থেকে বের হলেই আগে পিছে ডানে বামে প্রহরী দাস দাসীরা নিয়োজিত । একদিন হঠাৎ রাজকুমারী মারা গেল, কবর দেয়া হল, কেটে গেল কয়েকদিন, রাজা অনেক পেরেশান, হঠাৎ এমন তরতাজা মেয়েটা কোন কারণ ছাড়াই মারা গেল, রহস্য
উদঘাটনের জন্য হাকিম নিয়ে আসার হুকুম দিলেন, হাকিম
আসলেন, মরদেহ কবর থেকে তোলা হবে চারিদিকে জনতার ঢল, সবার মুখে হাত দিয়ে চাপা দেয়া, এর মধ্যে একটি লোক চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবতে লাগলো যে রাজকুমারীকে একটি পলক দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত আজ সেই মানুষ গুলির
মুখে চাপা দিয়ে রাখা, আফসোস হে আমার শরীর ।
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন