শুধু তোমারি প্রিয় হতে...
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৭ মে, ২০১৪, ০৪:২৯:১০ বিকাল
স্বপ্নের ঘুড়ি উড়িয়ে, স্বপ্নের মাঝে
নিত্য বসবাস আমি নামক সত্ত্বার
স্বপ্নের ঘোরে দিশেহারা নই কভু!
হারাইনি এখনো, আলোর পথ তাঁর
.
সত্যের বাণী এখনো গুঞ্জরিত হয়
নিজ ক্বলবের প্রতি পাতায় পাতায়
গহীন অরণ্যের মাঝেও অমলিন রয়
রবের বাণী, যা লিখা মননের খাতায়
.
তেজদ্বীপ্ত সূর্য আর রুপালী চাঁদের সাথে
নিরালায়-নিভৃতে কথা হয় সমানে সমান
নিকষ কালো প্রবোধ আঁধারের বুক চিরে
মানসপটে দিব্য ফুঁটে আলোকের আহ্বান
.
লাত-মানাত-উজ্জার আগ্রাসী হাতছানিতে
পরানে বাজে সদা, ধোঁয়াশার বিনাশী গান
নারায়ে তাক্ববীর ধ্বনিতে, প্রবৃত্তির কলি
পায়না কভূ, নিজ ভূমে পরিচর্যা ও মান
.
সিসাঢালা নিজ ঈমানী প্রাচীর পাড়ি দিতে
নহর রুপে বহে যদি, বাতিলের ঐকতান
বিবেকের খিল আছে লাগানো, হৃদ ঘরে
রন্বীর হয়ে মিটাবো, অসাড়তার জয়গান
.
তব বিনি সূতোয় গেঁথেছি আমারি সব
তুমিই পরম বন্ধু, তুমিই রহম অফুরান
ব্যাকুলতায় কাঁদছি নিরবধি, এ অবনী পরে
শুধু তোমারি প্রিয় বান্দা হতে, ওহে মহিয়ান
_______________________________________
রচনাকালঃ ৩০.১১.২০১৩ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সতত শুভেচ্ছা জানবেন।
তুমিই পরম বন্ধু, তুমিই রহম অফুরান
অসম্ভব সুন্দর লিখেছেন। আপনাকে মোবারকবাদ।
যাজাকাল্লাহ
অনেক শুকরিয়া, ভাইয়া
কিন্তু আপনার নিক এমন কেন??? : :
আচ্ছা, ভাই! গুনটা কি?
আপু, মনে হয় এই প্রথম আমার ব্লগবাড়িতে বেড়াতে এলেন। যাজাকুমুল্লাহু খাইরান
যাজাকিল্লাহ
মন্তব্য করতে লগইন করুন