শুধু তোমারি প্রিয় হতে...
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৭ মে, ২০১৪, ০৪:২৯:১০ বিকাল
স্বপ্নের ঘুড়ি উড়িয়ে, স্বপ্নের মাঝে
নিত্য বসবাস আমি নামক সত্ত্বার
স্বপ্নের ঘোরে দিশেহারা নই কভু!
হারাইনি এখনো, আলোর পথ তাঁর
.
সত্যের বাণী এখনো গুঞ্জরিত হয়
নিজ ক্বলবের প্রতি পাতায় পাতায়
গহীন অরণ্যের মাঝেও অমলিন রয়
রবের বাণী, যা লিখা মননের খাতায়
.
তেজদ্বীপ্ত সূর্য আর রুপালী চাঁদের সাথে
নিরালায়-নিভৃতে কথা হয় সমানে সমান
নিকষ কালো প্রবোধ আঁধারের বুক চিরে
মানসপটে দিব্য ফুঁটে আলোকের আহ্বান
.
লাত-মানাত-উজ্জার আগ্রাসী হাতছানিতে
পরানে বাজে সদা, ধোঁয়াশার বিনাশী গান
নারায়ে তাক্ববীর ধ্বনিতে, প্রবৃত্তির কলি
পায়না কভূ, নিজ ভূমে পরিচর্যা ও মান
.
সিসাঢালা নিজ ঈমানী প্রাচীর পাড়ি দিতে
নহর রুপে বহে যদি, বাতিলের ঐকতান
বিবেকের খিল আছে লাগানো, হৃদ ঘরে
রন্বীর হয়ে মিটাবো, অসাড়তার জয়গান
.
তব বিনি সূতোয় গেঁথেছি আমারি সব
তুমিই পরম বন্ধু, তুমিই রহম অফুরান
ব্যাকুলতায় কাঁদছি নিরবধি, এ অবনী পরে
শুধু তোমারি প্রিয় বান্দা হতে, ওহে মহিয়ান
_______________________________________
রচনাকালঃ ৩০.১১.২০১৩ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সতত শুভেচ্ছা জানবেন।
তুমিই পরম বন্ধু, তুমিই রহম অফুরান
অসম্ভব সুন্দর লিখেছেন। আপনাকে মোবারকবাদ।
যাজাকাল্লাহ
অনেক শুকরিয়া, ভাইয়া
কিন্তু আপনার নিক এমন কেন???
আচ্ছা, ভাই! গুনটা কি?
আপু, মনে হয় এই প্রথম আমার ব্লগবাড়িতে বেড়াতে এলেন। যাজাকুমুল্লাহু খাইরান
যাজাকিল্লাহ
মন্তব্য করতে লগইন করুন