পৃথিবীর মা জাতির প্রতি রইলো আমার সালাম !!!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৫ মে, ২০১৪, ১১:৪৪:৪১ রাত
গল্পটি পড়ুন, চোখে পানি চলে আসবে **
আমেরিকার শহরে এক নাম করা Businessman ছিলো । টাকা পয়সা, নামে, দামে,কোনো কিছুরই তার অভাব ছিলো না । কিন্তু তার মডার্ন সোসাইটিতে মুখ দেখাতে পারতোনা শুধু তার মায়ের জন্য । কারন তার মা ছিলো অন্ধ।মায়ের মুখে ছিলো আগুনে পোড়া দাগ। আর মাথায় কোনো চুল ছিলো না ।তাই মডার্ন সোসাইটিতে নিজের মান সম্মান
বজায়
রাখার জন্য
মা কে বাসা থেকে বের
করে দিলো ।
বেচারি অন্ধ
মা কেদে কেদে রাস্তায়
রাস্তায়
ঘুরে বেড়াচ্ছিলেন ।
হঠাত
একটি গাড়িতে ধাক্কা খেয়ে বৃদ্ধা মা মারা গেল।
ছেলে শুনে কষ্ট
পেলো না,
ভাবলো আপদ
বিদায় হয়েছে।
কিছুদিন পর
কোনো Documents
খুজতে খুজতে মায়ের
ঘরে মায়ের
লেখা একটা ডাইরি পেলো ।
ডাইরিতে লেখা ছিলো-
# ০৫-১২-১৯৮০= আজ
আমি সুন্দরি মিস
আমেরিকা এর
Award পেয়েছি।
# ০২-০৫-১৯৮৩= আজ
আমার Pregnant এর
Abortion না করার
জন্য আমার
স্বামী আমাকে Divorce
দিয়েছে ।
# ০৭-০৩-১৯৮৫= আজ
আমার বাড়িতে আগুন
লেগেছিলো ।
আমি বাহিরে ছিলাম।
আর
আমার
কলিজার
টুকরা ছেলে বাড়ির
ভিতরে ছিলো ।
নিজের
জীবন বাজি রেখে শুধু
ছেলের জীবন
বাচাতে গিয়ে আগুন
লেগে আমার চুল
এবং মুখ
পুড়ে আমার
সম্মস্ত সৌন্দর্য ছাই
হয়ে গেছে।
তাতে আমার কোন
দুঃখ নেই। কিন্তু
তবু
আমার
কলিজার
টুকরা ছেলের চোখ
দুটো আমি বাচাতে পারিনি ।
# ০৭-১৫-১৯৮৫=
আজ আমার নিজের চোখ
দুটো আমার
ছেলে কে দিতে যাচ্ছি ।
The End of my
Lifedairy ............
ডাইরিটি পড়ে ছেলে পাগলের
মতো কাদতে কাদতে দেওয়ালে মাথা আছড়াতে লাগলো ।
আমার আর বলার কিছু
নেই। সমস্ত
পৃথিবীর
মা জাতির
প্রতি রইলো আমার
সালাম ।.
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন